Biya Legeche lyrics, from Bangla Movie Brahma Janen Gopon Kommoti, is sung by Lagnajita Chakraborty, music composed & lyrics written by Anindya Chattopadhyay.
Biya Legeche Lyrics
Song: Biya Legeche
Movie: Brahma Janen Gopon Kommoti
Singer : Lagnajita Chakraborty
Lyrics & Music: Anindya Chattopadhyay
Starring: Ritabhari Chakraborty, Soham Majumder, Soma Chakraborty, Manasi Sinha, Ambarish Bhattacharya etc.
Biya Legeche Lyrics:
সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ
এত ডাকি তবু কথা কয়না নতুন বউ
সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ
এত ডাকি তবু কথা কয়না নতুন বউ
লাজুক চোখে আবীর লেগেছে
নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে
গয়নাবতী বায়না সেজেছে
পানের পাতা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায়
ও ছুঁরি তোর বিয়া লেগেছে
নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে
গয়নাবতী বায়না সেজেছে
পানের পাতা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায়
ও ছুঁরি তোর বিয়া লেগেছে
বলি ও ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁরি তোর বিয়া লেগেছে
বলি ও ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁরি তোর বিয়া লেগেছে
জরী বোনা বেনারসী শাড়ি
কাজল পড়া চোখের গহন আলো
রাত পোহালেই পর হবে ঘর বাড়ী
কাঁদিস না লো ও মেয়ে তুই ভালো
জরী বোনা বেনারসী শাড়ি
কাজল পড়া চোখের গহন আলো
রাত পোহালেই পর হবে ঘর বাড়ী
কাঁদিস না লো ও মেয়ে তুই ভালো
সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ
এত ডাকি তবু কথা কওনা কেনো বউ
লাজুক চোখে আবীর লেগেছে
পিতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পড়া পায়ে
পাগল পাড়া সানাই বেজেছে
পানের পাতায় চোখ ঢেকেছে
খবর গেলো গাঁয়ে
ছুঁরি তোর বিয়া লেগেছে
পিতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পড়া পায়ে
পাগল পাড়া সানাই বেজেছে
পানের পাতায় চোখ ঢেকেছে
খবর গেলো গাঁয়ে
ছুঁরি তোর বিয়া লেগেছে
বলি ও ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁরি তোর বিয়া লেগেছে
বলি ও ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁরি তোর বিয়া লেগেছে
Biya Legeche Lyrics
Song: Biya Legeche
Movie: Brahma Janen Gopon Kommoti
Singer : Lagnajita Chakraborty
Lyrics & Music: Anindya Chattopadhyay
Starring: Ritabhari Chakraborty, Soham Majumder, Soma Chakraborty, Manasi Sinha, Ambarish Bhattacharya etc.
Biya Legeche Lyrics:
সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ
এত ডাকি তবু কথা কয়না নতুন বউ
সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ
এত ডাকি তবু কথা কয়না নতুন বউ
লাজুক চোখে আবীর লেগেছে
নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে
গয়নাবতী বায়না সেজেছে
পানের পাতা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায়
ও ছুঁরি তোর বিয়া লেগেছে
নতুন কনে নতুন শাড়ি নতুন হলুদ গায়ে
গয়নাবতী বায়না সেজেছে
পানের পাতা, চুলের কাঁটা কোথায় বিঁধে যায়
ও ছুঁরি তোর বিয়া লেগেছে
বলি ও ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁরি তোর বিয়া লেগেছে
বলি ও ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁরি তোর বিয়া লেগেছে
জরী বোনা বেনারসী শাড়ি
কাজল পড়া চোখের গহন আলো
রাত পোহালেই পর হবে ঘর বাড়ী
কাঁদিস না লো ও মেয়ে তুই ভালো
জরী বোনা বেনারসী শাড়ি
কাজল পড়া চোখের গহন আলো
রাত পোহালেই পর হবে ঘর বাড়ী
কাঁদিস না লো ও মেয়ে তুই ভালো
সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ
এত ডাকি তবু কথা কওনা কেনো বউ
লাজুক চোখে আবীর লেগেছে
পিতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পড়া পায়ে
পাগল পাড়া সানাই বেজেছে
পানের পাতায় চোখ ঢেকেছে
খবর গেলো গাঁয়ে
ছুঁরি তোর বিয়া লেগেছে
পিতল ঘুমুর ঝুমুর ঝামুর আলতা পড়া পায়ে
পাগল পাড়া সানাই বেজেছে
পানের পাতায় চোখ ঢেকেছে
খবর গেলো গাঁয়ে
ছুঁরি তোর বিয়া লেগেছে
বলি ও ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁরি তোর বিয়া লেগেছে
বলি ও ও রাইকিশোরী পান সুপারি
ও ছুঁরি তোর বিয়া লেগেছে
ConversionConversion EmoticonEmoticon