Koyla (কয়লা) Lyrics By Jesan Ovi

Koyla (কয়লা) Lyrics By Jesan Ovi

Song : Koyla
Singer : Jesan Ovi
Mixing : Stromz Vai
Edit : Shakil Islam

Koyla By Jesan Ovi Lyrics In Bengali :
সময় যে কাটে না আমার
পথ চেয়ে আছি শুধু তোমার
কি বেদনা দিলে আমায়
পুরছি একাকী

আশাতে নেই ফিরে পাওয়ার
নেই কোনো ভয় তোমায় হারাবার
রাত গুলো ঠিক কালো আধার
নেইতো জোনাকি

ওওও... মন নিয়ে ঘুরি আমি
হাহাকারের শহরে
তোমার মুখ টা খুঁজে বেড়ায়
নিশিদিন প্রহরে

যাচ্ছি পুড়ে হচ্ছে কয়লা
হৃদয়ের গভীরে
মিশে আছো তবু তুমি
আমারও মন ঘরে

ওরে মন দিয়া ভালবাসছিলামরে,বন্ধু
কি দিলি তার প্রতিদান
কি দিলি তার বদলে অপমান

তুমি আমার মন পাখি
এই নামে যে তোমায় ডাকি
বুক পিঞ্জরে পুইষা তোমায়
দিলাম আমার মন
আমারে কান্দাইয়া রে তুই কই থাকছ এখন
আমারে কান্দাইয়া রে তুই, পাইছোচ কার মন
পথের ধারে খুইজা বেড়ায় পিরিতের খোঁজেে
থাকিসরে তুই কার কুঞ্জে এতটা টাস্কে
যাচ্ছি পুড়ে হচ্ছে কয়লা
হৃদয়ের গভীরে
মিশে আছো তবু তুমি
আমারও মন ঘরে

ওরে মন দিয়া ভালবাসছিলামরে,বন্ধু
কি দিলি তার প্রতিদান
কি দিলি তার বদলে অপমান
ওরে মন দিয়া ভালবাসছিলামরে,বন্ধু
কি দিলি তার প্রতিদান
কি দিলি তার বদলে অপমান...

Comments