Tumi Nai - Lyrics Avraal Sahir ft. Ibrahim Ebu & Nabila Rehnum

Tumi Nai  - Lyrics Avraal Sahir ft. Ibrahim Ebu & Nabila Rehnum


Song : Tumi Nai

Singer : Ibrahim Ebu & Nabila Rehnum

Lyrics : Avraal Sahir

TUNE & mMsic: Avraal Sahir

Cast : Irfan Sajjad & Liana Lia


Tumi Nai ( Sritir Majhe Tumi Beche Acho Ekhono ) Lyrics In Bengali :

স্মৃতির মাঝে তুমি বেঁচে আছো এখনো,
ভালোবাসা আমার হবে না পুরোনো।
দেয়ালে কত উঁকিঝুঁকি
অসহায় হয়ে থাকি
এই বুঝি তুমি এলে হায়,
ফিরে দেখি ''তুমি নাই"।

আজ তোমার কথা ভেবে যাই,
জানালার পাশে দাঁড়িয়ে,
জীবন এসে দাঁড়ালো,
কোথায় সব হারিয়ে,
দেয়ালে কত উঁকিঝুঁকি
অসহায় হয়ে থাকি
এই বুঝি তুমি এলে হায়,
ফিরে দেখি ''তুমি নাই"।

সবশেষে থেকে গেলো জীবনে শূন্যতা, তোমাকে ভেবে আমার যত নিরবতা,
ঘুমহীন রাত কাটে,
পারিনা মনের সাথে,
ঠিকই তো কষ্ট লাগে,
মন কাঁদে তোমায় ভেবে।

দেয়ালে কত উঁকিঝুঁকি
অসহায় হয়ে থাকি
এই বুঝি তুমি এলে হায়,
ফিরে দেখি ''তুমি নাই"।