Ayna Fire Song Lyrics (আয়না ফিরে) By Stromz Vai

Ayna Fire Song (আয়না ফিরে) Stromz Vai Bangla New Video Song 2020 Stromz Vai New Song Lyrics

Bangla New Song 2020 Gift For Bengali Music Lovers, Proudly Preseting Most Awaited Official Music Video

Song - Ayna Fire Song (আয়না ফিরে)
Singer - Stromz Vai
Lyrics Tune - Stromz Vai
Mixing - Stromz Vai
Produced By - Stromz Vai

Ayna Fire Song Lyrics in Bangla; (আয়না ফিরে সং লিরিক্স)

সে হয়েছে আজ বড় অচেনা তারে দেখালো
এখন চেনা যায় না, সে মেনে নিয়েছে নতুন
ঠিকানা সে বুঝে না মনের বেদনা ।

ভেঙ্গে গেল স্বপ্ন আমার ভেঙ্গে গেল মন
এখন স্বপ্ন ভাঙ্গার গল্প লিখি ভেবে প্রিয়
জন ।

ভেঙ্গে গেল স্বপ্ন আমার ভেঙ্গে গেল মন
এখন স্বপ্ন ভাঙ্গার গল্প লিখি ভেবে প্রিয়
জন ।

ওরে আয়না ফিরে মনের গভীরে তোরে
রাখিবো খুবই আদরে, তোরে কিছু কথা
ছিল বলার তা তো বলা হয়নি আমার ।

চলে গেলে আমায় ছেড়ে কত যে দূরে
হো সব আমার ভেঙ্গে দিলে ছোট্ট একটি
অভিমানে ।

কেন তুমি করলে এমন কিসের কারণে
তোরে কিছু কথা ছিল বলার তা তো বলা
হয়নি আমার ।

চলে গেলে আমায় ছেড়ে কত যে দূরে
হো সব আমার ভেঙ্গে দিলে ছোট্ট একটি
অভিমানে ।

আমার একা ঘরে থাকা ভালো আর
লাগে না, তোমারে ছাড়া এ মন ঘরেতে
বসে না ।

তুমি যদি আবার আসিতে ফিরে ওগো
তোমারে নিয়ে গল্প লিখতাম যে আমি
কত ।

ওরে আয়না ফিরে মনের গভীরে
তোরে রাখিবো খুবই আদরে ।