Ekdin | Niharika Nath | ft. Anurag Chatterjee | New Bengali Song Lyrics.mp4

Ekdin New Bengali song Lyrics 2021

Song credits:

Song: Ekdin – একদিন
Vocal: Niharika Nath & Anurag Chatterjee
Music & Lyrics: Anurag Chatterjee
Music Production: Jakiruddin Khan
Additional arrangement: Arnab Chowdhury
Guitars: Jakiruddin Khan

Ekdin New Bengali Song Lyrics:

একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে,
একদিন চেনা পথেও পথ হারাবো
তোর হাত ধরে।

তুই আর আমি দুজনে আর কেউ নয়
হারিয়ে যাবো এমন এক ঠিকানায়
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে..

না বলা কিছু কথা বলবো যে তোকে
ইশারায়,
চলে যাবো বহুদূর
তোর সাথে অচেনা ঠিকানায়।

থাকবো দুজনে প্রেমের শহরে
একসাথে প্রেমের সাহারায়
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে,
একদিন চেনা পথেও পথ হারাবো
তোর হাত ধরে।

তোর চোখে একদিন
ডুবে যাবো আমি ভালোবাসায়
তোর হাতে সেইদিন
রাখবো এই হাত ভরসায়।

ভাসবো সেইদিন স্বপ্নের তরীতে
যাবো পৌঁছে প্রেমের কিনারায়
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে,
একদিন চেনা পথেও পথ হারাবো
তোর হাত ধরে।

তুই আর আমি দুজনে আর কেউ নয়
হারিয়ে যাবো এমন এক ঠিকানায়
একদিন তোর সঙ্গে হেঁটে যাবো
অনেক দূরে,
একদিন চেনা পথেও পথ হারাবো
তোর হাত ধরে।