Ghum ঘুম | Tahsan | Minar | Bangla New Lyrics Song 2021

Ghum ঘুম Tahsan, Minar Bangla New Lyrics Song




Song Credit:

Song: Ghum (ঘুম)
Singer : Thasan Khan & Minar Rahman
Lyric & Tune: Minar Rahman
Music: Tahsan Khan
Cast : Tanvir Rhythm & Susmita Sinha
Cinematographer: Sharafat Ali Shawkat
Edit & Colour: Ashikul Islam Sabbir
Assistant Director: Rahash Shanto
Director : Shihab Sikder 

Ghum ঘুম Song Lyrics:

ঘুম জড়ানো রাতটা ঘিরে
একলা জেগে রই
আর রোজ সকালে হাসতে থাকা
ফাগুন তুমি কই

কবে আবার আসবে বলো 
দাঁড়িয়ে একা
সেও কি তুমি জানোনা 
কবে আবার পড়বে মনে 
নাম না জানা
সেই সে পথের ঠিকানা।

ঘুম জড়ানো পথটা ধরে 
হাঁটছি বহুদূর
আর ক্লান্ত চোখে ভ্রান্তিগুলোর 
অবুঝ কোন সুর
ব্যস্ত শহর বদলে গেছে 
থমকে আছে সব
আর বদলে যাওয়া ভাবনাগুলোর 
নিরব কলরব।

কবে আবার আসবে বলো 
দাঁড়িয়ে একা
সেও কি তুমি জানোনা 
কবে আবার পড়বে মনে 
নাম না জানা
সেই সে পথের ঠিকানা।

চার দেয়ালের হাতছানিতে 
মোহের ভাঙ্গাগড়া
আর রোজ বিকেলের সবটা জুড়ে 
স্মৃতির পিছুতাড়া
আনমনেতে প্রশ্নগুলোর 
অলস অভিমান
আর মরচে পড়া হারমনিকায় 
ভুলের জয়গান

কবে আবার আসবে বলো 
দাঁড়িয়ে একা
সেও কি তুমি জানোনা 
কবে আবার পড়বে মনে 
নাম না জানা
সেই সে পথের ঠিকানা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url