Aay Khuku Aay (আয় খুকু আয়) Song by- Hemanta Mukherjee Sravanti Mazumder
Song Information:
Aay Khuku Aay (আয় খুকু আয়)- is sung by Hemanta Mukherjee & Sravanti Mazumder. This song has lyrics by Pulak Banerjee. Music Composed by V.Balsara. The song 'Aay Khuku Aay' has been published on Saregama Bengali Youtube channel. I hope you enjoy listening to the song. This is a very good new Bangla song. Stay tuned to lyrics.amarload to get lyrics of all these songs.
Artiste: Hemanta Mukherjee & Sravanti Mazumder
Music Director: V Balsara
Lyricist: Pulak Banerjee
Label: Saregama India Ltd
আয় খুকু আয় লিরিক্স বাংলা:
কাটেনা সময় যখন আর কিছুতে
বন্ধুর টেলিফোনে মন বসেনা
জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা
মনে হয় বাবার মত কেউ বলেনা
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয়রে আমার সাথে গান গেয়ে যা
নতুন নতুন সুর নে শিখে নে
কিছুই যখন ভাল লাগবেনা তোর
পিয়ানোয় বসে তুই বাজাবিরে
আয় খুকু আয়
আয় খুকু আয়
সিনেমা যখন চোখে জ্বালা ধরায়
গরম কফির মজা জুড়িয়ে যায়
কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি
মনে হয় বাবা যদি বলতো আমায়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয়রে আমার সাথে আয় এক্ষুনি
কোথাও ঘুরে আসি শহর ছেড়ে
ছেলেবেলার মত বায়না করে
কাজ থেকে নেনা তুই আমায় কেড়ে
আয় খুকু আয়
আয় খুকু আয়
দোকানে যখন আসি সাজবো বলে
খোঁপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়
আরশিতে যখন এই চোখ পড়ে যায়
মনে হয় বাবা যেন বলছে আমায়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয়রে আমার কাছে আয় মা-মণি
সবার আগে আমি দেখি তোকে
দেখিতো কেমন খোঁপা বেঁধেছিস তুই
কেমন কাজল দিলি কালো চোখে
আয় খুকু আয়
আয় খুকু আয়
ছেলেবেলার দিন ফেলে এসে
সবাই আমার মত বড় হয়ে যায়
জানিনা কজনে আমার মতন
মিষ্টি সে পিছুডাক শুনতে যে পায়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয় খুকু আয়
আয়রে আমার পাশে আয় মা-মণি
এহাতটা ভাল করে ধর এখনি
হারানো সেদিনে চল চলে যাই
ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি
আয় খুকু আয়
আয় খুকু আয়...
Aay Khuku Aay Song Lyrics English:
Kate na shomoy jokhon ar kichute
Bondhur telifonee mon boshe na
Janlar griltate thekai matha
Mone hoy babar moto keu bole na
Aay khuku aay
Aye khuku aye
Aay khuku aay
Aye khuku aye
Aayre amar sathe gaan geye ja
Notun notun shur ne sikhe ne
Kichui jokhon valo lagbe na tor
Piyanoy boshe tui bajabi re
Aay khuku aay
Aye khuku aye....