Ahoto Swabhumi (আহত স্বভূমি) Rishi Panda Bangla Song Lyrics 2021
Song Information:
Ahoto Swabhumi (আহত স্বভূমি)- is sung by Rishi Panda. This song has lyrics by Shreyam Acharya and Vocal, Mix & Music by Rishi Panda. The song 'Ahoto Swabhumi' has been published on Rishi Panda Youtube channel. I hope you enjoy listening to the song. This is a very good new Bangla song. Stay tuned to lyrics.amarload to get lyrics of all these songs.
Vocal, Music, Mix, Master: Rishi Panda
Lyrics: Shreyam Acharya
Illustration & Animation: Rishi Panda
আহত স্বভূমি লিরিক্স বাংলা:
আগুনে ফাগুনে জ্বলে পুড়ছে দিন
চিঠিতে ফুটেছে কত অঙ্গীকার
অগোছালো নিভু আলো ছন্দহীন
কবিতা ফিরিয়েছে সে প্রতিবার।
জ্বলে বাঁচে মাঝি , নিপাত যেতে রাজি
বৃথা এ জীবন বিনা কলকল্লোলে
তবু ভাবি মনে লেনিন এ বা লালনে
শান্তি কোথায় মেলে কোন সে আঁচলে।
হতে পারো যদি, বরফ গলা নদী
পাথরেই সুখ লোকায়
আচমকা জেহাদে, বৃষ্টিতে সে কাঁদে
নীরবের গান শোনায়
মাটিতে গভীর হলো প্রেম শিকড়
বিপ্লব গুলিতে না চুম্বনে
সরকার লেখে কত মাথার দর
লড়াই স্বার্থ খোঁজে যৌবনে
জেহাদের দাবি, সবই কি মায়াবী
অন্ধ কে শুধু দিয়েছে অন্ধকার
পিছুটানে তুমি, আহত স্বভূমি
আর্তনাদে কড়া নাড়ে রুদ্ধদ্বার
জোনাকি যে মরে, জন্মান্তরে
আলো জ্বেলে প্রেম চেনায়
স্তব্ধ বাতাসে , নীরব পাতা সে
শ্বাস চলে ধার দেনায়।
ছুটে চলে এ সময়
দুঃসাহসের ভয়
থামতে হয়
সবই ছিল তবে ভুল
ট্রিগার ছুঁয়েছে আঙুল
আর নিলো গিলে
মৃত্যুমিছিল লাল রং
হতে পারো যদি, বরফ গলা নদী
পাথরেই সুখ লোকায়
আচমকা জেহাদে, বৃষ্টিতে সে কাঁদে
নীরবের গান শোনায়।
Ahoto Swabhumi Song Lyrics English:
Aguna fagun jola purcha din
cithite futacha koto ongoker
agosalo nivu alo chondohin
kobita firiyacha sha potibar
jola bache majhi niphat jata rage
britha a jibon bina kolkolola
tobu vabi mona lalin a ba lololna
santi kothi mala kon sa achola
hote paro jodi borof gola nodi
pathorei sukh lokay
achomka jehade bristite se kande
nirober gaan shonay