Ek Dekhay (এক দেখায়) imran | porshi New song Lyrics 2021.mp4
Ek Dekhay (এক দেখায়) imran, porshi New song Lyrics 2021 এই মন গলে পড়েছে ঢলে
তোর মনেরই কোলে এক দেখায়
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায়
Song Information:
Song: Ek Dekhay | এক দেখায়
Singer: Imran & Porshi
Lyric: Snahashish Ghosh
Tune & Music Programming: IMRAN MAHMUDUL
Label: Central Music and Video [CMV]
Ek Dekhay Song Lyrics Bangla:
এই মন গলে পড়েছে ঢলে
তোর মনেরই কোলে এক দেখায়
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায় নির্দ্বিধায়
সুখ বলে কিছু থাকে যদি এই পৃথিবীতে
তার সবই যেন আছে তোর ওই চোখের মণিতে
এই মন গলে পড়েছে ঢলে
তোর মনেরই কোলে এক দেখায়
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
জড়িয়ে নে আমায় নির্দ্বিধায়
তোর হাসি থেকে যেন মুক্ত ঝরে পড়ে
তোর মায়াভরা মুখটা খুব যে মনে ধরে
মন কেন জানি তোকে চিনেছে ভীষণ
তুই ছাড়া লাগেনা আর কাউকে আপন
এই মন গলে পড়েছে ঢলে
তোর মনেরই কোলে এক দেখায়
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
নে জড়িয়ে আমায় নির্দ্বিধায়
রাতজাগা স্বপনে আজ ঘুমটা গেছে চলে
মন সারাক্ষণই শুধু তোর কথা যে বলে
হাতে হাত রেখে তোকে বলছি যে শোন
আগলে রব যে তোকে সারাজীবন
এই মন গলে পড়েছে ঢলে
তোর মনেরই কোলে এক দেখায়
তোর বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে
জড়িয়ে নে আমায় নির্দ্বিধায়