Jani Kokkhono জানি কখনো | MAHTIM SHAKIB New Bangla Song Lyrics 2021
Jani Kokhono This song is sung by Mahtim Shakib. I hope everyone will like this song জানি কখনো জোর করে
ভালোবাসা পাওয়া যায়না
তবু কেন যে মন
মেনে নিতে
Song Information:
Jani Kokhono This song is sung by Mahtim Shakib. I hope everyone will like this song. Stay with https://lyrics.amarload to get lyrics of Bangla songs.
Song: Jani Kokkhono
Singer: Mahtim Shakib
Lyric & Tune: Snahashish Ghosh
Music: MMP Rony
Label: Deadline Music
Jani Kokkhono Song Lyrics:
জানি কখনো জোর করে
ভালোবাসা পাওয়া যায়না
তবু কেন যে মন
মেনে নিতে তা চায়না
একা একা কাদে এ মন
সারাটা দিন সারাটাক্ষন
এ জিবনে তোমাকে তার
শুধুই প্রয়োজন
জানি কখনো জোর করে
ভালোবাসা পাওয়া যায়না
তবু কেন যে মন
মেনে নিতে তা চায়না
আর একটিবার একটু তুমি
দেখবে নাকি ভেবে
যত সময় চাও তুমি তার
মনটা তোমায় দেবে
এ জিবনে তোমাকে তার
শুধুই প্রয়োজন
জানি কখনো জোর করে
ভালোবাসা পাওয়া যায়না
তবু কেন যে মন
মেনে নিতে তা চায়না
কখনো বা কখনো তো
কাউকে ভালোবাসবে
ভালোবাসার সে আলোকি
আমার মনে আসবে
এ জিবনে তোমাকে তার
শুধুই প্রয়োজন
জানি কখনো জোর করে
ভালোবাসা পাওয়া যায়না
তবু কেন যে মন
মেনে নিতে তা চায়না