Lal Paharir Deshe Ja Lyrics (লাল পাহাড়ির দেশে যা) by Chakraborty Raja Folk Song Lyrics
Lal Paharir Deshe Ja (লাল পাহাড়ির দেশে যা)- is sung by Chakraborty Raja. ও তুই লাল পাহাড়ির দেশে যা ও তুই রাঙা মাটির দেশে যা ও তুই লাল পাহাড়ির দেশে যা
Lal Paharir Deshe Ja Song Information:
লাল পাহাড়ির দেশে যা - Lal Paharir Deshe Ja Bengali Song Lyrics. Lal Paharir
Deshe Ja(লাল পাহাড়ির দেশে যা)- is sung by Chakraborty Raja.
This song has lyrics, Arun Chakrabarty. The song 'Lal Paharir Deshe Ja' has been published on Folk Studio Youtube channel. I
hope you enjoy listening to the song. This is a
folk song. Stay tuned to lyrics.amarload to
get lyrics of all these songs.
Song: Lal Paharir Deshe Ja (লাল পাহাড়ির দেশে যা)
Singer: Chakraborty Raja
Lyrics: Arun Chakrabarty
Guitarist: Gourab Karmakar
Label: Folk Studio
লাল পাহাড়ির দেশে যা গানের লিরিক্স বাংলা:
ও তুই লাল পাহাড়ির দেশে যা
ও তুই রাঙা মাটির দেশে যা
ও তুই লাল পাহাড়ির দেশে যা
রাঙা মাটির দেশে যা
এখানে তোকে মানাইছেনা রে,
ইক্কেবারে মানাইছেনা রে।
ও তুই লাল পাহাড়ির দেশে যা
রাঙা মাটির দেশে যা
এখানে তোকে মানাইছেনা রে,
ইক্কেবারে মানাইছেনা রে।
লাল পাহাড়ির দেশে যাবি
হাঁড়িয়া আর মাদল পাবি,
লাল পাহাড়ির দেশে যাবি
হাঁড়িয়া আর মাদল পাবি,
মেয়ে মরদের আদর পাবি রে
ও নাগর, ও নাগর,
এক্কেবারে মানাইছেনা রে।
নদীর ধারে শিমুলের ফুল,
নদীর ধারে শিমুলের ফুল
নানা পাখির বাসা রে
নানা পাখির বাসা।
সকালে ফুটিবে ফুল,
সকালে ফুটিবে ফুল
মনে ছিল আশা রে ভাই
এমন ছিলো আশা
তুই ভালোবেসে গেলি চলে
তুই ভালোবেসে গেলি চলে,
কেমন বাপের ব্যাটা রে তুই,
কেমন বাপের ব্যাটা।
তুই লাল পাহাড়ির দেশে যা
ও তুই রাঙা মাটির দেশে যা
ও তুই লাল পাহাড়ির দেশে যা
রাঙা মাটির দেশে যা
এখানে তোকে মানাইছেনা রে,
ইক্কেবারে মানাইছেনা রে
ইক্কেবারে মানাইছেনা রে।
ভাদর মাসে ভাদু পূজা,ভাদর মাসে ভাদু পূজা
ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা।
যা হবার তা হবে গো,যা হবার তা হবে গো
যা হবার তা হবে, ঐ কালো বেটিাটার মন মজেছে,
গলায় মালা দেবে, গলায় মালা দেবে।
তুই মরবি তো মরে যা, এক্কেবারে মরে যা
এখানে তোরে মানাইছে নাই রে
ও নাগর, ও নাগর
ইক্কেবারে মানাইছেনা রে।
ও তুই লাল পাহাড়ির দেশে যা
রাঙা মাটির দেশে যা
এখানে তোকে মানাইছেনা রে,
ইক্কেবারে মানাইছেনা রে।
Lal Paharir Deshe Ja Song Lyrics:
O tui lal paharir deshe ja
O tui ranga matir deshe ja
O tui ranga matir deshe ja
ranga matir deshe ja
Akahana toke manaichena re
Ikkebare manaichena re
O tui ranga matir deshe ja
ranga matir deshe ja
Akahana toke manaichena re
Ikkebare manaichena re
Tags: Lal Paharir Deshe Ja
Lyrics, Lal Paharir Deshe Ja Lyrics by Chakraborty
Raja, Lal Paharir Deshe Ja Song Lyrics, Lal Paharir Deshe Ja
Bengali Song Lyrics, লাল পাহাড়ির দেশে যা গানের লিরিক্স
বাংলা, লাল পাহাড়ির দেশে যা লিরিক্স।