Mon Jomine (মন জমিনে) | F A Sumon Nodi New Song Lyrics 2021

Mon Jomine (মন জামিনে) The song is sung by F A Sumon & Nodi. আমার ভেতর কোথায় যেনো তোমারই শুধু টান, আমায় ছেড়ে দূরে গেলে মন কি করে আনচান।

Song Information:

Mon Jomine (মন জামিনে) The song is sung by F A Sumon & Nodi. The lyrics of the song are by A Mizan, Tune and Music F A Sumon.

Song : Mon Jomine (মন জমিনে)
Singer : F A Sumon & Nodi
Lyric: A Mizan
Tune & Music: F A Sumon
Label: Agniveena

Mon Jomine Song Lyrics:

মনজমিনে খুব যতনে
স্বপ্ন তোমার বুনেছি,
ভালোবেসে পেয়ে তোমায়
আমি যে সব পেয়েছি।

মনজমিনে খুব যতনে
স্বপ্ন তোমার বুনেছি,
ভালোবেসে পেয়ে তোমায়
আমি যে সব পেয়েছি।

আমার ভেতর কোথায় যেনো
তোমারই শুধু টান,
আমায় ছেড়ে দূরে গেলে
মন কি করে আনচান।

আমার ভেতর কোথায় যেনো
তোমারই শুধু টান,
তোমায় ছেড়ে দূরে গেলে
মন করে আনচান।

তোমার ছোঁয়ায় সুখ যে রাঙ্গায়
বুকের পাঁজর জুরে,
আপন করে পাশে রেখো
জনম জনম ধরে,
ভালোবেসে তোমায় পেয়ে
আমি যে সব পেয়েছি।

আমার ভেতর কোথায় যেনো
তোমারই শুধু টান,
তোমায় ছেড়ে দূরে গেলে
মন করে আনচান।

তোমার চোখের নীলে আমি
সুখের ছবি আঁকি,
চোখের আড়ালে হলে তুমি
বড় কষ্টে থাকি।

ভালোবেসে তোমায় পেয়ে
আমি যে সব পেয়েছি।

আমার ভেতর কোথায় যেনো
তোমারই শুধু টান,
তোমায় ছেড়ে দূরে গেলে
মন করে আনচান।

মনজমিনে খুব যতনে
স্বপ্ন তোমার বুনেছি।