Oviman (অভিমান) Shiekh Sadi | Jannat Ul Ferdous New Song Lyrics 2021.mp4
Oviman (অভিমান) Shiekh Sadi এসেছিলে চলে গেলে
না বলা কথা সবটা ফেলে
এসেছিলে চলে গেলে
না বলা কথা সবটা ফেলে
Song Information:
Song: Oviman (অভিমান)
Singer: Shiekh Sadi
Lyrics & Tune: Shiekh Sadi
Music: Alvee Al Berunee
Starring: Shiekh Sadi & Jannat Ul Ferdous
Label: Dhruba Music station
Edit & Color: Rejaul Raju
Oviman song Lyrics Bangla:
আমি তোমাতে শুধু ঘুরপাক খাই
ভুল করেও ভুলতে পারি নাই
হঠাৎ আছো হঠাৎ নাই
শুন্য কবিতা খালি পুরোটাই
তুমি নাই তাই বলে লেখা হলো না
জোছনার আলো দেখা হলো না
এসেছিলে চলে গেলে
না বলা কথা সবটা ফেলে
এসেছিলে চলে গেলে
না বলা কথা সবটা ফেলে
তুমি তুমি আর নয় ভেবেছি বেশ
ভুলে যাবো তোমায় রবে না রেশ
তবু কোন মোহ বেঁধে রাখে
দূরে থেকেও কাছে থাকে
ভুলত্রুটি সবই মোর মেনে নিতে রাজি
খুব করে বকে দিয়ো শুনে নেবো সবই
তবু তুমি পাশে নেই এই প্রহলয়
অভিমান মুখোমুখি কাঁদি আড়ালে
তুমি নাই তাই বলে লেখা হলো না
জোছনার আলো দেখা হলো না
এসেছিলে চলে গেলে
না বলা কথা সবটা ফেলে
এসেছিলে চলে গেলে
না বলা কথা সবটা ফেলে।