Puran Bari (পুরান বাড়ি) | Arman Alif New Bangla Song Lyrics 2021
Song Information:
Song Title: Puran Bari
Singer: Arman Alif
Lyric & Tune: Arman Alif
Music: Musfiq Litu
Lebel: Naz Multimedia BD
Puran Bari Song Lyrics Bangla:
আমি তাহার কাছে নিজেরে দিলাম
তারে সত্যি সত্যি ভালবাসছিলাম
তার মনরে নিজের বাসা বানাইয়া
আমি আমার বাড়ি ভুইলা গেছিলাম।
এখন আশে পাশে কেউ দেখিনা নাইরে তেমন কেউ
যার নাম ছিল প্রিয় মানুষ পিনিক করাই সে
আমার না হয় এমনি যাবে সন্ধ্যা রাত আর ভোর
তবু তার আশাতে কাটবে সময় হবেনা সে মোর।
তারে কেউ আমার হইয়া বইলা দে না রে
এই আমিটা যাই না সেই আর পুরান বাড়িতে।
তারে কেউ একটু কাছে আসতে বল না রে
আমারে একটু জড়াই কাঁদতে বল না রে।
তারে কেউ আমার হইয়া বইলা দে না রে
এই আমিটা যাই না সেই পুরান বাড়িতে।
তারে কেউ একটু কাছে আসতে বল না রে
আমারে একটু জড়াই কাঁদতে বল না রে।
তার ফোনেতে নাম্বার আমার তুইলা দিয়া বল
সে ভুইলা গেছে বইলা কি আর ধরবো না তার কল
সেও একা আমিও একা হচ্ছে না খেলা।
তার নাটক দেখার টিকিটও আর পাই না এ বেলা।
তার ফোনেতে নাম্বার আমার তুইলা দিয়া বল
সে ভুইলা গেছে বইলা কি আর ধরবো না তার কল
সেও একা আমিও একা হচ্ছে না খেলা।
তার নাটক দেখার টিকিটও আর পাই না এ বেলা।
তারে কেউ আমার হইয়া বইলা দে না রে
এই আমিটা যাই না সেই আর পুরান বাড়িতে।
তারে কেউ একটু কাছে আসতে বল না রে
আমারে একটু জড়াই কাঁদতে বল না রে।
জীবন যদি এমন হত গল্পের মত
হাসতে ইচ্ছে না হলেও হাসাই যেত।
সে অন্য কোনও মানুষ যদি আসতে না দিত
তবে তার আর আমার গল্পগুলো সুখেরই হত।
জীবন যদি এমন হত গল্পের মত
হাসতে ইচ্ছে না হলেও হাসাই যেত।
সে অন্য কোনও মানুষ যদি আসতে না দিত
তবে তার আর আমার গল্পগুলো সুখেরই হত।
তারে কেউ আমার হইয়া বইলা দে না রে
এই আমিটা যাই না সেই আর পুরান বাড়িতে।
তারে কেউ একটু কাছে আসতে বল না রে
আমারে একটু জড়াই কাঁদতে বল না রে।