Romantic Lagey | Habib Wahid New Bangla Song Lyrics 2021

Romantic Lagey Song lyrics in Bangla 2021.This song is sung by Habib Wahid and played by Tune or Music Adib.তোরে দেখলে খুব রোমান্টিক রোমান্টিক রোমান্
Romantic Lagey-Habib Wahid-New Bangla Lyrics 2021

Song Information:

This song is romantically sung by Habib Wahid. It looks romantic. It is a Bangla song and music and melody by Habib. Lyrics by Adib & Sup Nasif. And stay with Lyrics.amarload.com to get lyrics of this kind of song.

Singer: Habib Wahid
Tune & Music: Adib
Lyrics: Adib & Sup Nasif

Romantic Lagey Song Lyrics Bangla:

মেঘের জলে ভিজব দুজনা আজ
গানের সুরে পড়বে মেঘে বাজ
নদীর জলে পা ভিজিয়ে কেউ
বসবে পাশে, দেখবে নদীর ঢেউ।

আর কত শত ভাবনা আসে
তোর কথা ওঠে শ্বাস প্রশ্বাসে
যন্ত্রণা সব এক নিমিষে
ফুরাবে জড়াবে ভালোবেসে

মন ঘোরে তোর চারিপাশে
তোর চেহারাটা চোখে ভাসে
নীল কালো রং তোর হৃদয়ের
সারাবে হারাবে কাছে।

খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
তোরে দেখলে 
খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
তোরে দেখলে
খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
তোরে দেখলে
খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
তোরে দেখলে

তোর ডাকে যেন চোখ দুটো জাগে
হারিয়ে যাওয়া তোর অনুরাগে
তোর মাঝে বিচরণ প্রতি রাতে
পারবো না এই ভাগ্য বদলাতে।

আর কত শত ভাবনা আসে
তোর কথা ওঠে শ্বাস প্রশ্বাসে
যন্ত্রণা সব এক নিমিষে
পুড়াবে জড়াবে ভালোবেসে।

মন ঘোরে তোর চারিপাশে
তোর চেহারাটা চোখে ভাসে
নীল কালো রং তোর হৃদয়ের
সারাবে হারাবে কাছে।

খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
তোরে দেখলে 
খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
তোরে দেখলে
খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
তোরে দেখলে
খুব রোমান্টিক রোমান্টিক রোমান্টিক লাগে
তোরে দেখলে।