Ami Ekta Akash Kinte Chai Lyrics (আমি একটা আকাশ কিনতে চাই) By Asif & Anisha
Ami Ekta Akash Kinte Chai (আমি একটা আকাশ কিনতে চাই)- is sung by ASIF AKBAR and ATIYA ANISHA. যদি তোমার সাড়া পাই
যদি তোমার সাড়া পাই
আমি একটা আকাশ
Ami Ekta Akash Kinte Chai Song Information:
Ami Ekta Akash Kinte Chai (আমি একটা আকাশ কিনতে চাই)- is sung by
ASIF AKBAR and ATIYA ANISHA. Music Composed by
Musfiq Litu. This song has lyrics by Lalon Lohani and tune by
Nazir Mahmud. The song 'Chandni Raite Nirojone' has been published on
HELLO MUSIC
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this
website.
Song:
Ami Ekta Akash Kinte Chai
(আমি একটা আকাশ কিনতে চাই)
Singers:
ASIF AKBAR
and ATIYA ANISHA
Lyrics: Lalon Lohani
Tune: Nazir Mahmud
Music Programming and sound Mixmaster: Musfiq Litu
Label: HELLO MUSIC
আমি একটা আকাশ কিনতে চাই গানের লিরিক্স:
যদি তোমার সাড়া পাই
যদি তোমার সাড়া পাই
আমি একটা আকাশ কিনতে চাই
যদি তোমার সাড়া পাই
যদি তোমার সাড়া পাই
আমি একটা আকাশ কিনতে চাই।
একটা আকাশ তোমায় দেবো শুধুই ভালোবেসে
মন মেশাবো তোমার মনে খুব গোপনে এসে
তোমার খুশির কারণ হবো
মন খারাপের বারন হবো
তোমার হয়ে যাবো আমি
তোমায় যদি পাই।
আমি একটা আকাশ কিনতে চাই
যদি তোমার সাড়া পাই
আমি একটা আকাশ কিনতে চাই।
তোমার বলা একটি কথা আমার কাছে গল্প
যতই ভালোবাসি তোমায় হৃদয় বলে অল্প
তোমার বলা একটি কথা আমার কাছে গল্প
যতই ভালোবাসি তোমায় হৃদয় বলে অল্প।
তোমার খুশির কারণ হবো
মন খারাপের বারন হবো
তোমার হয়ে যাবো
আমি তোমায় যদি পাই।
আমি একটা আকাশ কিনতে চাই
যদি তোমার সাড়া পাই
আমি একটা আকাশ কিনতে চাই।
তোমার দেয়া এক স্বপনে জীবন পরিপূর্ণ
আকুল মনের ব্যাকুলতা শুধুই তোমার জন্য
তোমার দেয়া এক স্বপনে জীবন পরিপূর্ণ
আকুল মনের ব্যাকুলতা শুধুই তোমার জন্য।
তোমার খুশির কারণ হবো
মন খারাপের বারন হবো
তোমার হয়ে যাবো আমি
তোমায় যদি পাই।
আমি একটা আকাশ কিনতে চাই
যদি তোমার সাড়া পাই
আমি একটা আকাশ কিনতে চাই।
একটা আকাশ তোমায় দেবো শুধুই ভালোবেসে
মন মেশাবো তোমার মনে খুব গোপনে এসে
তোমার খুশির কারণ হবো
মন খারাপের বারন হবো
তোমার হয়ে যাবো আমি
তোমায় যদি পাই।
আমি একটা আকাশ কিনতে চাই
যদি তোমার সাড়া পাই
আমি একটা আকাশ কিনতে চাই।।
Ami Ekta Akash Kinte Chai Song Lyrics:
Jodi tomar sara pai
Jodi tomar sara pai
Ami ekta akash kinte chai
Jodi tomar sara pai
Jodi tomar sara pai
Ami ekta akash kinte chai
Ekta akash tomay debo shudui valobase
Mon meshabo tomar moner khub gopone ese
Tomar khushir karon hobo
Mon kharaper baron hobo
Tomar hoye jabo ami
Tomay jodi pai.