Bhalobasbo Basbo Re Lyrics (ভালোবাসবো বাসবো রে বন্ধু) - By Habib Wahid
Bhalobasbo Basbo Re Song Information:
Bhalobasbo Basbo Re (ভালোবাসবো বাসবো রে বন্ধু)- is sung by
Habib Wahid. Music Composed by Habib Wahid. This song has lyrics by Juwel Mahmud. The song 'Bhalobasbo Basbo Re' has been
published on
Anupam Movie Songs
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.
Song:
Bhalobasbo Basbo Re
(ভালোবাসবো বাসবো রে বন্ধু)
Singer: Habib Wahid
Lyricist: Juwel Mahmud
Music: Habib Wahid
Movie: Hridoyer Kotha
Label: Anupam
ভালোবাসবো বাসবো রে বন্ধু গানের লিরিক্স:
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
আমার মনের ঘরে চাঁন্দের আলো চুইয়া চুইয়া পড়ে
পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে।
দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁঞ্চা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না
দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁঞ্চা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না।
আমি প্রথম দেখে পাগল হইলাম,
মন তো আর মানে না
কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে
ভালোবাইসো বাইসোরে বন্ধু আমায় যতনে
নিশি ভোরে জোনাক নাচে মনেরও গহীন বনে
স্বপ্ন দেখাও বন্ধু তুমি নিগূঢ় আলিঙ্গনে
নিশি ভোরে জোনাক নাচে মনেরও গহীন বনে
স্বপ্ন দেখাও বন্ধু তুমি নিগূঢ় আলিঙ্গনে।
তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম,
নিলাম আপন করে
পাশে থাকব থাকব রে বন্ধু তোমার কারণে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে।।
Bhalobasbo Basbo Re Song Lyrics:
Valobasbo basbo re bondhu tomay zotone
Amar moner ghore chander alo chuya chuya pore
Pushe rakhobo rakhob re bondhu tomay zoteone
Valobasbo re bondhu tomay zotone
Dhudhe alta gaye boron rup ze kacha somna
Achol diya dhaika raikho cok jena pore na