Lolona Lyrics (ললনা) By Shiekh Sadi
O Lolona (ও ললনা) by Shiekh Sadi.
ও ললনা ও ললনা ও ললনা ও ললনা
তুমি আমার মনটা বুঝ না ও ললনা
তোমার সাথে আমার বনেনা ও ললনা
নাটক বুঝ আবেগ বুঝ না।
Lolona Song Information:
Lolona (ললনা)- is sung by Shiekh Sadi. Music Composed by
Sahriar Rafat. This song has lyrics by Shiekh Sadi. The song
'Lolona' has been published on
CMV
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.
Label: Central Music and Video [CMV]
ললনা গানের লিরিক্স:
ও ললনা ও ললনা ও ললনা ও ললনা
তুমি আমার মনটা বুঝ না ও ললনা
তোমার সাথে আমার বনেনা ও ললনা
নাটক বুঝ আবেগ বুঝ না।
আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস
তুমি মনে জায়গা দিলা না
তোমার কাছে ছিলাম আমি ফ্লাক্সিলোড আর টাইমপাস
পকেট খালি পাইনা তোর সুবাস ও ললনা।
তোমার সাথে আমার বনেনা ও ললনা
দেহ দিলা মনটা দিলা না।
টেডিবিয়ার বারবিডল আইসক্রিম আর চিকেনবল
তুমি আমার কম তো খাইলা না।
টেডিবিয়ার বারবিডল আইসক্রিম আর চিকেনবল
তুমি আমার কম তো খাইলা না।
নিজের বেলায় ষোলো আনা
আমার বেলায় চাইর আনা
ভালোবাসা জমা রইল না।
ও ললনা তোমার সাথে আমার বনেনা
দেহ দিলা মনটা দিলা না।
বাপের আমি ছোট পোলা তোমার লাইগা পকেট খোলা
বাপের ক্যাশে হিসাব মেলে না
ও ললনা তোমার লাগি কর্জ মেটে না
ও ললনা তোমার লাগি কর্জ মেটে না।
প্রেম সাগরে ডুবায়া দিলা ঠাই তো মোরে দিলা না
কন্যা তোমার জবাব হয় না
ও ললনা তোমার সাথে আমার বনেনা
নাটক বুঝ আবেগ বুঝ না।
আমার বুকের পিঞ্জিরাতে ছিল তোমার বসবাস
সেথায় এখন গরু খায় ঘাস
প্রেমের নামে ছিনিমিনি ভালোবাসা ভন্ডামি
এই নীতি মোর জানা ছিল না
ও ললনা তুমি আমার কদর করলা না
ও ললনা ভালোবাসার মূল্য দিলা না
ও ললনা নাটক বুঝ আবেগ বুঝ না
ও ললনা নাটক বুঝ আবেগ বুঝ না।।
Lolona Song Lyrics:
O lolona O lolona O lolona O lolona
tumi amar monta bujho na o lolona
tomer sathe amar bonena o lolona
natok bujho abeg bujho na
Amar buker pinjirate chilo tomar bosobas
tumi mone jaiga dila na
tomar kache cilam ami phlaksilod ar timepas
poket khali paina tor subas o lolona
tomer sathe amar bonena o lolona
deho dila monta dila na