Shokhi Valobasha Kare Koy Lyrics (সখি ভালোবাসা কারে কয়) - By Milon
Shokhi Valobasha Kare Koy Lyrics (সখি ভালোবাসা কারে কয়) By Milon. সখী ভালোবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়।
Shokhi Valobasha Kare Koy Song Information:
Shokhi Valobasha Kare Koy (সখি ভালোবাসা কারে কয়)- is sung by
Milon. Music Composed by Imran. This song has lyrics by Sajib.
The song 'Shokhi Valobasha Kare Koy' has been published on
Cd Choice
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.
Song: Shokhi Valobasha Kare Koy (সখি ভালোবাসা কারে কয়)
Singer: Milon
Lyric: Sajib
Tune:
Imran
Music: Imran
Label: Cd Choice
সখি ভালোবাসা কারে কয় গানের লিরিক্স:
বল তুমি, আর কতদিন
রবে দূরে সরে আমায় ছেড়ে
মনে মনে, কল্পনাতে
আসো কেন বারে বারে।
কেন একা ফেলে চলে গেলে
দুঃখ দিয়ে না ফেরার দেশে
এরই নাম কি ভালোবাসা?
সখী ভালোবাসা কারে কয়
সখী ভালোবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়।। (2 বার)
সখী তুমি কেন ওগো কেন বোঝনা
তুমি হীনা একাকি সময় কাটে না
এই বুকে আছে যত ভালোবাসা
তোমায় নিয়ে পেতে ছিল স্বপ্নের বাসা
তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা।
মন আজও পথ চেয়ে রয়
তুমি আসবে বলেছে হৃদয়
কেন অভিমান করে চলে গেলে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়।।
সখী ভালোবাসা কারে কয়
সখী ভালোবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়।।
এখনো তোমার আশায়
পথ চেয়ে থাকি
কেন তুমি স্বপ্নে এসে দাও
মিছে ফাঁকি।
এই বুকে আছে যত ভালোবাসা
তোমায় নিয়ে পেতে ছিল স্বপ্নের বাসা
তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা।
মন আজও পথ চেয়ে রয়
তুমি আসবে বলেছে হৃদয়
কেন অভিমান করে চলে গেলে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়।।
সখী ভালোবাসা কারে কয়
সখী ভালোবাসা কারে কয়
হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি
এ ব্যথা প্রাণে নাহি সয়।। (2 বার)
Shokhi Valobasha Kare Koy Song Lyrics:
Bolo tumi, ar kotodin
robe dure sare amay chere
mone mone kolponate
asho kano bare bare
Kano eka phele chole gele
duhkha diye na pherar dese
erai nam ki bhalobasa
Sakhi bhalobasa kare koy
Sakhi bhalobasa kare koy
hridoyer mondire acho bose tumi
e byatha prane nahi soy.
Ei buke ache joto bholobasa
tomay niye pete chila shopner basa
tumi je amar moneri protham sesa asa
mon ajao path ceya roy
tumi asbe boleche hridoy
kno abhiman kore cole gele tumi
e byatha prane nahi soy.
Ehano tomar asay
path ceye thaki
kano tumi shopne ese dao
miche phaki