Shunno Shunno Prem Lyrics (শূন্য শূন্য প্রেম) - By Milon
Shunno Shunno Prem Lyrics (শূন্য শূন্য প্রেম) By Milon. তুই যে আমার প্রেমেরই, আয়না
বুক ভরা ভালোবাসা করিস না আর বায়না।
ঘুমের ঘরেও দেখি তোকে, হারানোর ভয়
Shunno Shunno Prem Song Information:
Shunno Shunno Prem (শূন্য শূন্য প্রেম)- is sung by Muhammad
Milon. Music Composed by Rezwan Sheikh. This song has lyrics by
Raju Ahmmad. The song 'Shunno Shunno Prem' has been published on
Dream Touch Media Youtube channel. I hope so Would love to hear the song. If any of you
need
Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.
Song:
Shunno Shunno Prem
(শূন্য শূন্য প্রেম)
Singer & Tune: Muhammad Milon
Lyrics: Raju Ahmmad
Music: Rezwan Sheikh
Label: Dream Touch Media (DTM).
শূন্য শূন্য প্রেম গানের লিরিক্স:
ঘুমের ঘরেও দেখি তোকে, হারানোর ভয়
শূন্য শূন্য প্রেম আমার, কবে হবে জয়
ঘুমের ঘরেও দেখি তোকে, হারানোর ভয়
শূন্য শূন্য প্রেম আমার, কবে হবে জয়।
তুই যে আমার প্রেমেরই, আয়না
বুক ভরা ভালোবাসা করিস না আর বায়না।
ঘুমের ঘরেও দেখি তোকে, হারানোর ভয়
শূন্য শূন্য প্রেম আমার, কবে হবে জয়।
লুকিয়ে লুকিয়ে ডাকছো আমায়
ভেবে হই দিশেহারা
তোমায় পেতে ছুটে আসি
মনটা থাকে পাগল পারায়।
তুই যে আমার প্রেমেরই, আয়না
বুক ভরা ভালোবাসা করিস না আর বায়না।
ঘুমের ঘরেও দেখি তোকে, হারানোর ভয়
শূন্য শূন্য প্রেম আমার, কবে হবে জয়।
রাশি রাশি স্বপ্ন ছুঁয়ে
তোকে আজ কাছে পেলাম
এক জীবনে ভালোবেসে
শুধু তোরই আপন হলাম
তুই যে আমার প্রেমেরই, আয়না
বুক ভরা ভালোবাসা করিস না আর বায়না।
ঘুমের ঘরেও দেখি তোকে, হারানোর ভয়
শূন্য শূন্য প্রেম আমার, কবে হবে জয়।। (2 বার)
Shunno Shunno Prem Song Lyrics:
Ghumer ghoreo dekhi toke, haranor bhoy
sunyo sunyo prem amar kobe hobe joy
Ghumer ghoreo dekhi toke, haranor bhoy
sunyo sunyo prem amar kobe hobe joy
Tui je amar premerai ayna
buk bhora bhalobasa korish na ar bayna
Ghumer ghoreo dekhi toke, haranor bhoy
sunyo sunyo prem amar kobe hobe joy