Amare Chariya re bondhu Lyrics (আমারে ছাড়িয়া রে বন্ধু) - By Tausif
Amare Chariya re bondhu Lyrics (আমারে ছাড়িয়া রে বন্ধু) - By Tausif. আমারে ছাড়িয়া রে বন্ধু, কোন দেশে যাবা চইলা দেহে আমার প্রাণো নাহি থাকে
Amare Chariya Song Information:
আমারে ছাড়িয়া রে বন্ধু- Amare Chariya re bondhu Bengali Song
Lyrics. Amare Chariya re bondhu (আমারে ছাড়িয়া রে বন্ধু)- is sung by
Tausif. This song has lyrics by Sheikh Sumon Emdad. The song 'Amare Chariya re bondhu' has been published on
Cd Choice Youtube channel. I hope so Would love to hear the song. If any of you
need
Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.
Song: Amare Chariya re bondhu (আমারে ছাড়িয়া রে বন্ধু)
Singer: Tausif
Lyric: Sheikh Sumon Emdad
Tune & Composition: Tausif
Label: Cd Choice
আমারে ছাড়িয়া গানের লিরিক্স:
আমারে ছাড়িয়া রে বন্ধু, কোন দেশে যাবা চইলা
আমারে ছাড়িয়া রে বন্ধু, কোন দেশে যাবা চইলা
দেহে আমার প্রাণো নাহি থাকে
কোন দেশে যাবা চইলা আমারে ছাড়িয়া।
আমারে ছাড়িয়া রে বন্ধু, কোন দেশে যাবা চইলা
আমারে ছাড়িয়া রে বন্ধু, কোন দেশে যাবা চইলা
কি জ্বালা দিবানিশি জ্বলে বন্ধু নেভে না
কি স্বাধন্দে সাথি বন্ধু তবু মেলে না
আমারে ছাড়িয়া রে বন্ধু, কই যাবা
কই যাবা রে
আমারে ছাড়িয়া রে বন্ধু, কোন দেশে যাবা চইলা
আমারে ছাড়িয়া রে বন্ধু, কোন দেশে যাবা চইলা
দেহে আমার প্রাণো নাহি থাকে
কোন দেশে যাবা চইলা আমারে ছাড়িয়া।
দূরের ওই আকাশ ডাকে দেশান্তরী হইতে
আমি বন্ধু ডাকি তোমায় আমারও গোপন নীরে
তোমারে ছারিয়ারে আমি কই যাবো
কই যাবো রে
আমারে ছাড়িয়া রে বন্ধু, কোন দেশে যাবা চইলা
আমারে ছাড়িয়া রে বন্ধু, কোন দেশে যাবা চইলা
দেহে আমার প্রাণও নাহি থাকে
কোন দেশে যাবা চইলা আমারে ছারিয়া
দেহে আমার প্রাণো নাহি থাকে
কোন দেশে যাবা চইলা আমারে ছাড়িয়া।।
Amare Chariya Song Lyrics:
Amare Chariya re bondhu kon deshe jaba choila
Amare Chariya re bondhu kon deshe jaba choila
dahe amar prano nahi thaka
kon dehae jaba choila amara chariya
Amare Chariya re bondhu kon deshe jaba choila
Amare Chariya re bondhu kon deshe jaba choila