Brishti Jodi Ar Na Thame Aj Lyrics (বৃষ্টি যদি আর না থামে)- Habib & Nancy

Brishti Jodi Ar Na Thame Aj Lyrics (বৃষ্টি যদি আর না থামে)- Habib & Nancy. বৃষ্টি যদি আর না থামে আজ আলতো ছোঁয়ায় ভাঙ্গাবো যে লাজ কালো মেঘে ঢেকেছে
Brishti Jodi Ar Na Thame Aj Lyrics Habib & Nancy

Brishti Jodi Ar Na Thame Aj Song Information:

বৃষ্টি যদি আর না থামেBrishti Jodi Ar Na Thame Aj Bengali Song Lyrics. Brishti Jodi Ar Na Thame Aj (বৃষ্টি যদি আর না থামে)- is sung by Habib & Nancy. Music Composed by Habib Wahid. This song has lyrics by Ebriad Hasan.... . The song 'Brishti Jodi Ar Na Thame Aj' has been published on Habib Wahid Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.

Song: Brishti Jodi Ar Na Thame Aj (বৃষ্টি যদি আর না থামে)
Singer: Habib & Nancy
Tune & Music : Habib Wahid
Lyrics: Ebriad Hasan, Catherine Alo Mardi, Sufian Khan, Sahadat Hossain, Mukul Roy, Jahid Hasan Rakib

বৃষ্টি যদি আর না থামে গানের লিরিক্স:

বৃষ্টি যদি আর না থামে আজ
আলতো ছোঁয়ায় ভাঙ্গাবো যে লাজ
কালো মেঘে ঢেকেছে আকাশ
শোনো এ হৃদয়ে তোমার বসবাস

তোমাতে ডুবে থাকে এলোমেলো মন
খুব কাছে পেতে চায় যখন তখন
রিমঝিম সুর তুলে আকাশ বেয়ে
এই বুকে নেমে এসো বৃষ্টি হয়ে

শূন্যমরুর বুকে ঝেঁপে আসে মেঘ
তোমাকে পেয়ে তা ঝরে নেমে শেষ
একটু দেখা যদি দিতে আবার
ফিরে তবে পেত মেঘ হৃদয়-আমার

অনুভবে ফোটে ফুল,জানিনা কারণ
তোমাকেই ছুঁতে চায়, শোনেনা বারণ
জমে থাকা সব কথা, বলে দেবে মন
কান পেতে শোনো বলে অঝোর শ্রাবন

রংধুনু চোখ গুলো আকাশ পানে
মেঘেদের যদি কিছু বলার থাকে
খেয়ালি মন যেন তোমায় ভেবে
গোধুলি রঙিন স্বপ্নের জাল বুনে

সুখ সুখ লাগে আজ তুমি পাশে
বারণ হয়ে যদি প্লাবন আসে
দূরে যেতে দিবো না, হৃদয় থেকে
ভালবাসা ছুঁয়ে দিবো তোমার ঠোঁটে

Brishti Jodi Ar Na Thame Aj Song Lyrics:

Bristi jodi ar na thame aj
alto choyay bhangabo je laj
kalo meghe dhekeche akash
shono e hridoye tomar bosobas
tomate dube thake elomelo mon
khub kache pete chay jokhon tokhon
rijhim sur tule akash beye
ei buke neme eso bristi hoye