Dure Kothao Lyrics (দূরে কোথাও) - By Tausif

Dure Kothao Lyrics (দূরে কোথাও) By Tausif. দূরে কোথাও আছি বসে হাত দুটো দাও বাড়িয়ে বিরহ ছুঁতে চায় মনের দুয়ারদুচোখ নির্বাক আসোনা ছুটে তুমি এলে রংধনু রং

Dure Kothao Lyrics By Tausif Bengali Song

  

Dure Kothao Song Information:

Dure Kothao (দূরে কোথাও)- is sung by Tausif. This song has lyrics by Juwel Mahmud & Tune by Tofy Rynar. The song 'Dure Kothao' has been published on G Series Music Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.

Song: Dure Kothao (দূরে কোথাও)
Singer: Tausif
Lyric: Juwel Mahmud
Tune: Tofy Rynar
Label: Agniveena

দূরে কোথাও গানের লিরিক্স:

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার
দুচোখ নির্বাক আসোনা ছুটে

তুমি এলে রংধনু রং ঢেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এ মনের আহলাদ আসোনা ছুটে।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার
দুচোখ নির্বাক আসোনা ছুটে

অনুরাগে ঝরে চাঁদোয়া
এ লগনেও এলেনা
অনুভব নিশ্চুপ আজ
কথা যে বলেনা

ভাল যদি বাস তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার
দুচোখ নির্বাক আসোনা ছুটে

নীলাচল নির্মল হাওয়া
এ লগনেও এলেনা
অচেতন থাকে এ মন
নিষ্প্রাণ যত ভাবনা।

ভাল যদি বাস তুমি আমাকে
ছুটে চলে আসোনা।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার
দুচোখ নির্বাক আসোনা ছুটে

তুমি এলে রংধনু রং ঢেলে দেয়
তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়
এ মনের আহলাদ আসোনা ছুটে।

দূরে কোথাও আছি বসে
হাত দুটো দাও বাড়িয়ে
বিরহ ছুঁতে চায় মনের দুয়ার
দুচোখ নির্বাক আসোনা ছুটে।।

Dure Kothao Song Lyrics:

Dure kothao achi bose
hat duto dao bariye
biroho chute chai moner duar
duchok nirbak ashona chute

tumi ele rongdhonu rong dhele dei
tumi ele meghera bristi Jhoray
a moner ahalad asona chute

Dure kothao achi bose
hat duto dao bariye
biroho chute chai moner duar
duchok nirbak ashona chute

Onurage jhore chadoya
a logoneo elena
onuvob nichchup aj
kotha je bolena

valo jodi basho tumi amake
chute chole ashona

Dure kothao achi bose
hat duto dao bariye
biroho chute chai moner duar
duchok nirbak ashona chute

Nilachol nirmol haoya
a logoneo elena
achaton thake a mon
nispran joto vablna