Jodi Tor Jonno Lyrics (যদি তোর জন্য) - By Tarishi Mukherjee
Jodi Tor Jonno Song Information:
যদি তোর জন্য- Jodi Tor Jonno Bengali Song Lyrics. Jodi Tor Jonno (যদি তোর জন্য)- is sung by Tarishi Mukherjee. This song has lyrics by Prantik Das. The song 'Jodi Tor Jonno'
has been published on
Bankura Memes Shorts
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.
Song: Jodi Tor Jonno (যদি তোর জন্য)
Vocals: Tarishi Mukherjee
Lyricist: Prantik Das
Composer: Ayan Das
Arrangement: Tarishi Mukherjee
Label: Bankura Memes Shorts
যদি তোর জন্য গানের লিরিক্স:
যদি তোর জন্য
ভালোবাসা পিছু টেনে যায়
তার পিছু বয়ে যাস
আকাশ বাতাস
আমাকেও টেনে নিয়ে যায়। (2 বার)
আমি যতো ভালোবাসা
রেখে গেছি কোণঠাসা
একখানি ভাঙ্গা বাসা
ছেড়ে.., কিছু পাখি পরিযায়ী হয়। (2 বার)
তবু তোর প্রেমিকের
গল্পের শেষ চাই,
আমি একা ক্রমিকের
পিছুটান রেখে যাই। (2 বার)
তুই যত থেকে যাস
আসলে যে উড়ে যাস
পথ ভুল করা পাখিদের মতন।
আর যদি কেউ
আটকে রেখে দেয়
তবে বিচ্ছেদ সুখ বেছে নিস।
প্রিয়তমা প্রাক্তনী গল্পের মরশুমি
আমার হারিয়ে যাওয়া যতকাল,
তোমার তারাখসা সব রাত্রি পেরিয়ে
ঘুম ভেঙে ভালোবাসার সকাল।
সূর্যের হাবুডুবু,
দিন শেষ সন্ধ্যায়,
মন খানি রেখে যাস
দক্ষিণ খোলা জানালায়।
যদি তোর জন্য
ভালোবাসা পরিযায়ী হয় ..
Jodi Tor Jonno Song Lyrics:
Jodi tor jonno
Valobasha pichu tene jaay
Taar pichu boye jash akash batas
Amakeo tene niye jaay
Ami joto bhalobasha
Rekhe gechi konthasha
Ekkhani vanga basa
Chere kichu pakhi porijayi hoy
Tobu tor premiker golper shesh chai
Ami eka kromiker pichutaan rekhe jai