Ore Boka Lyrics (ওরে বোকা) - By Salma Akter & Muhammad Milon
Ore Boka Lyrics (ওরে বোকা) By Salma Akter & Muhammad Milon. ওরে বোকা খাবি ধোঁকা মরবিরে প্রানে...পুকুর হইয়া হাত বারাস না সাগরেই পানে
ভোমর কি আর কাঁটার
Ore Boka Song Information:
ওরে বোকা - Ore Boka Bengali Song Lyrics. Ore Boka (ওরে বোকা)- is sung by Salma Akter & Muhammad Milon. Music Composed by
Rohan Raj. This song has lyrics by Ripon Mahmud. The song 'Ore Boka' has been published on
TR MUSIC STATION
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.
Song: Ore Boka (ওরে বোকা)
Singer: Salma Akter & Muhammad Milon
Lyrics: Ripon Mahmud
Tune & Music: Rohan Raj
Label: TR MUSIC STATION
ওরে বোকা গানের লিরিক্স:
ওরে বোকা খাবি ধোঁকা মরবিরে প্রানে
পুকুর হইয়া হাত বারাস না সাগরেই পানে
এই শোন রে বলি সুখের কলি বলছি তোরে কানে
ভোমর কি আর কাঁটার ভয়ে মজে নারে ঘ্রানে
কত নদী পথ হারায়ছে তার মায়ারই টানে
মরণ এলেও রাখবো তোরে বাইন্ধা এ পরানে
পুকুর হইয়া হাত বারাস না সাগরেই পানে
ভোমর কি আর কাঁটার ভয়ে মজে নারে ঘ্রানে
পুকুর হইয়া হাত বারাস না সাগরেই পানে
ভোমর কি আর কাঁটার ভয়ে মজে নারে ঘ্রানে
সাগরেতে জোয়ার আসে চাঁদের আকর্ষনে
নারীর মনে প্রেম জাগে রে টান লাগিয়ে মনে
ইশারাতে সূর্য ডাকে, সূর্যমূর্খী বোঝে
মাটির পরে থেকেও সে মেঝে তারে খোজে
থাকলে প্রেমের স্বপ্নবোনা লাগে নারে জাদুটোনা
মনের টানে মন ছুটে যাই সুখেরই সন্ধানে
পুকুর হইয়া হাত বারাস না সাগরেই পানে
ভোমর কি আর কাঁটার ভয়ে মজে নারে ঘ্রানে
পুকুর হইয়া হাত বারাস না সাগরেই পানে
ভোমর কি আর কাঁটার ভয়ে মজে নারে ঘ্রানে
ফুল ফুটিলে ফুল বাগানে কত ভোমর আসে
ভোমর কি আর সুভাস নিয়ে ফুলকে ভালোবাসে
সূর্য তাপে চাঁদ যে পোড়ে ডাকে তবু কাছে
সূর্য ছাড়া চাঁদের কি আর কোন মূল্য আছে
উঠলে মনে প্রেমের ধোঁয়া লাগে নারে কারো ছোয়া
অকারণে মন গলে যাই চোখের আহবানে
পুকুর হইয়া হাত বারাস না সাগরেই পানে
ভোমর কি আর কাঁটার ভয়ে মজে নারে ঘ্রানে
পুকুর হইয়া হাত বারাস না সাগরেই পানে
ভোমর কি আর কাঁটার ভয়ে মজে নারে ঘ্রানে।। (2 বার)
Ore Boka Song Lyrics:
Ore boka khabi dhoka morbire prane
pukur hoiya hat baras na sagorei pane
ei son re boli sukher koli bolchi tore kane
bhomor ki ar katar bhoye moje nare ghrane
koto nodi path harayche tar mayare tane
moron eleo rakhbo tore baindha e porane
pukur hoiya hat baras na sagorei pane
bhomor ki ar katar bhoye moje nare ghrane