Elo Je Maa Song Information:
এলো যে মা- Elo Je Maa Bengali Song Lyrics. Elo Je Maa (এলো যে মা)- is sung by
Abhijeet & Shreya Ghoshal. Music Composed by
Jeet Ganguly. This song has lyrics by
Priyo Chattopadhyay. The song 'Elo Je Maa'
has been published on
SVF Music
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this
website.
Song: Elo Je Maa (এলো যে মা)
Music: Jeet Ganguly
Singer: Abhijeet & Shreya Ghoshal.
lyricist: Priyo Chattopadhyay
Film: Challenge 2
Music Label: SVF Music
এলো যে মা লিরিক্স:
এলো যে মা
আমার মা, সবার মা
দুর্গা মা
ঢাকের ঢ্যাং কুরা কুর
বাজছে নুপুর
এলো যে পুজোর লগন (2 বার)
মায়ের আলতা পায়ের
আলতো ছোঁয়ায়
হল যে অকাল বোধন
তুমি থাকলে পাশে
জীবন হাসে
দু'চোখে স্বপ্ন ভাসে
খুশির সুরে মা
তুমি যে মা
আমার মা, সবার মা
দুর্গা মা
বলো দুগ্গা মাঈকী, জয়
বলো দুগ্গা মাঈকী, জয়
বলো দুগ্গা মাঈকী, জয়
নতুন সাজে, নতুন রঙে
সেজেছে সবারই মন,
পুজোর দিনে, হাসি গানে
কাটবে খুশিতে জীবন
মনের আশা
এই ভালোবাসা
কোনোদিনও মুছো না
ও মা
সবার প্রাণের শক্তি তুমি
দশভূজা প্রতিমা
তুমি যে মা
আমার মা
সবার মা
দুর্গা মা
বলো দুগ্গা মাঈকী, জয়
বলো দুগ্গা মাঈকী, জয়
বলো দুগ্গা মাঈকী, জয়
তোরা কাঁসর বাজা
ঢাক ঢোলক বাজা
জমিয়ে আঁরতি নাচ
ওরে ধূনুচি নাচা
বরন ডালা সাজা
দশমী এলো রে আজ (2 বার)
ঢাকের ঢ্যাং কুরা কুর
বাজছে নুপুর
এলো যে পুজোর লগন
মায়ের আলতা পায়ের
আলতো ছোঁয়ায়
হল যে অকাল বোধন
তুমি থাকলে পাশে
জীবন হাসে
দু'চোখে স্বপ্ন ভাসে
খুশির সুরে মা
তুমি যে মা
আমার মা, সবার মা
দুর্গা মা।।
Elo Je Maa Lyrics:
Elo Je Maa
Amar Maa, sobar maa
Durga maa
Dhaker dhyang kurakur
Bajchhe nupur
Elo je pujor logon
Maa er aalta paayer
Aalto chhowai
Holo je okal bodhon
Tumi thakle pashe
Jibon hase
Du chokhe swopno bhase
Khusir surey maa
Tumi je maa
Amar maa
Sobar maa
Durga maa
Notun saje, notun ronge
Sejeche sobari mon
Pujor dine, hasi gaane
Katbe khusite jibon
Moner asha
Ei bhalobasa
Konodino muchho na
O maa
Sobar praner shokti tumi
Doshobhuja protima
Tags: Elo Je Maa Lyrics, Elo
Je Maa Lyrics By Abhijeet & Shreya Ghoshal, Elo Je Maa
Bengali Song Lyrics, এলো যে মা লিরিক্স, এলো যে মা লিরিক্স-
অভিজিৎ & শ্রেয়া ঘোষাল, এলো যে মা গানের লিরিক্স।
ConversionConversion EmoticonEmoticon