Tomar Ghore Boshot Kore Koy Jona Lyrics(তোমার ঘরে বসত করে কয় জনা) By Rishi Panda
Tomar Ghore Boshot Kore Koy Jona Lyrics(তোমার ঘরে বসত করে কয় জনা) By Rishi Panda. তোমার ঘরে বসত করে কয় জনা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা
Tomar Ghore Boshot Kore Koy Jona Song Information:
তোমার ঘরে বসত করে কয় জনা- Tomar Ghore Boshot Kore Koy Jona Bengali Song Lyrics. Tomar Ghore Boshot Kore Koy Jona (তোমার ঘরে বসত করে কয় জনা)- is sung by
Rishi Panda. Music Composed by Rishi Panda.
This song has lyrics by Zahid Ahmed. The song 'Tomar Ghore Boshot Kore Koy Jona' has been published on
Rishi Panda
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this
website.
Song: Tomar Ghore Boshot Kore Koy Jona - তোমার ঘরে বসত করে কয় জনা
Singer: Rishi Panda
Music: Rishi Panda
Lyrics: Zahid Ahmed
তোমার ঘরে বসত করে কয় জনা লিরিক্স:
এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে
এক জনে ছবি আঁকে এক মনে, ও মন
আরেক জনে বসে বসে রঙ মাখে
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা,
সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা,
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।
তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা ও মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা ।
এক জনে সুর তোলে এক তারে, ও মন
আরেক জনে মন্দিরাতে তাল তোলে, ও মন
এক জনে সুর তোলে এক তারে, ও মন
আরেক জনে মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা,
বেসুরা সুর ধরে দেখ
কোন জনা, কোন জনা,
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।
রস খাইয়া হইয়া মাতাল,
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
রস খাইয়া হইয়া মাতাল,
ঐ দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
ও সেই লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা
সেই লাগামখানা ধরে দেখো কোন জনা কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা।
তোমার ঘরে বাস করে কয় জনা মন জানো না
তোমার ঘরে বসত করে কয় জনা...।।
Tomar Ghore Boshot Kore Koy Jona Lyrics:
Ek jone chobi ake ek mone o mon
arek jone bose bose rong makhe
Ek jone chobi ake ek mone o mon
arek jone bose bose rong makhe
O abar sei chobikhana nosto kore
kon jona, kon jona
toma ghore boshot kore koy jona jano mon
toma ghore boshot kore koy jona
Tags: Tomar Ghore Boshot Kore Koy
Jona Lyrics, Tomar Ghore Boshot Kore Koy Jona Lyrics By Rishi
Panda, Tomar Ghore Boshot Kore Koy Jona Bengali Song
Lyrics, তোমার ঘরে বসত করে কয় জনা লিরিক্স, তোমার ঘরে বসত করে কয়
জনা লিরিক্স- ঋষি পান্ডা।