Aisho Bondhu Lyrics (আইসো বন্ধু) By Baul Sukumar
আইসো বন্ধু - Aisho Bondhu Bengali Song Lyrics. Aisho Bondhu (আইসো বন্ধু) - is sung by Baul Sukumar.
Music Composed by Ankur Mahamud. This song has lyrics by Salman Ahmed Suhag. The song 'Aisho Bondhu'
has been published on
Eagle Music Video Station
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and
English lyrics, you can easily get this
website.
Song Information (Aisho Bondhu) :
Song: Aisho Bondhu - আইসো বন্ধু
Singer: Baul Sukumar
Lyrics: Salman Ahmed Suhag
Tune & Music: Ankur Mahamud
Label: Eagle Music
আইসো বন্ধু লিরিক্স :
ইচ্ছা হইলে আইসো বন্ধু,
দেইখো এক নজর
কি দোষেতে ভুইলা রইলা
পুইরা এই অন্তর (২ বার)
জীবন হলো নর পথ
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর
ভাঙ্গতে যেমন জানে নদী
জানে তেমন গড়তে
এমন বান্ধব পাইলাম যারে
জনম গেলো চিনতে (২ বার)
এখন আমার বসত বাড়ি
দুঃখেরই শহর
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর
ইচ্ছা হইলে আইসো বন্ধু,
দেইখো এক নজর
কি দোষেতে ভুইলা রইলা
পুইরা এই অন্তর
কাঠে যদি ধরে ঘুনে
ঝাঝরা করে ভিতরে
তাহার প্রেমে পইরা আমার
তেমন হলো অন্তর (২ বার)
বাহির তাহার ভোলা ভালা
নিষ্পাপ কঠিন অন্তর
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর
ইচ্ছা হইলে আইসো বন্ধু,
দেইখো এক নজর
কি দোষেতে ভুইলা রইলা
পুইরা এই অন্তর (২ বার)
জীবন হলো নর পথ
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর
এতো ভালোবাইসাও আমি
রইলামরে তোর পর।।
Aisho Bondhu Lyrics :
Iccha hoile aiso bondhu
Deikho ek najor
Ki dosete bhuila roila
Puira ei antor
Jibon holo nor poth
Ato bhalobaisao ami
Roilam re tor por
Bhangte jamon jane nodi
Jane tamon gorte
Emon bandhob pailam jare
Jonom gelo cinte
আইসো বন্ধু গানটি বাউল সুকুমার এর গাওয়া। গানটির সংগীতশাস্ত্র ও টিউন করেছেন অঙ্কুর মাহমুদ। এবং গানটি কথা লিখেছেন সালমান আহমেদ সুহাগ। আইসো বন্ধু লিরিক্স।
<<Get Lyrics More>>
ConversionConversion EmoticonEmoticon