Mon Churi Lyrics (মন চুরি) By F A Sumon | Bangla Romantic Song
মন চুরি - Mon Churi Bengali Song Lyrics. Mon Churi (মন চুরি))- is sung by F A Sumon.
Music Composed by F A Sumon. This song has lyrics by Nirmal Dash. The song 'Mon Churi'
has been published on
F A Sumon Official
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and
English lyrics, you can easily get this
website.
Song Information (Mon Churi) :
Song : Mon Churi - মন চুরি
Singer : F A Sumon
Lyrics : Nirmal Dash
Tune & Music : F A Sumon
Cast : Tumpa
Thumbnail : Bittu
Label : F A Sumon Official
মন চুরি লিরিক্স :
মন চুরি করে বন্ধু কোথায় যাও তুমি
তোমার নামে লিখে দিলাম,
আমার হৃদয় ভূমি (২ বার)
হৃদ মাঝারে যত্ন করে,
স্বপ্ন সাজাই খুব গোপনে
কেন বোঝনা তোমাকে ছাড়া,
হৃদয় মরুভূমি
মন চুরি করে বন্ধু কোথায় যাও তুমি
তোমার নামে লিখে দিলাম,
আমার হৃদয় ভূমি
হাতটা আমার ধরে তুমি,
থাকো আমার পাশে
তোমার ছোয়া পেলে মনটা,
মুচকি মুচকি হাসে (২ বার)
তোমায় কত ভালোবসি,
জানে অন্তর জামি
মন চুরি করে বন্ধু কোথায় যাও তুমি
তোমার নামে লিখে দিলাম,
আমার হৃদয় ভূমি
থাকলে তুমি রাজি বন্ধু,
ডাকবো আমি কাজী
তোমার জন্য এ জীবনটা,
রাখবো আমি বাজি (২ বার)
জানে চন্দ্র জানে রবি,
আমার ভাবনায় তুমি
মন চুরি করে বন্ধু কোথায় যাও তুমি
তোমার নামে লিখে দিলাম,
আমার হৃদয় ভূমি
হৃদ মাঝারে যত্ন করে,
স্বপ্ন সাজাই খুব গোপনে
কেন বোঝনা তোমাকে ছাড়া,
হৃদয় মরুভূমি
মন চুরি করে বন্ধু কোথায় যাও তুমি
তোমার নামে লিখে দিলাম,
আমার হৃদয় ভূমি।। (২ বার)
Mon Churi Lyrics - F A Sumon :
Mon churi kore bondhu kothai jaw tumi
Tomar name likhe dilam
Amar hridoy bhumi
Hrid majhare joton kore,
Shopno sajai khub gopone
Kano bojhona tomake chara
Hridoy morubhumi
Hatta amar dhore tumi,
thako amar pase
Tomar choya pele monta
mucki mucki hase
<<Get Lyrics More>>
ConversionConversion EmoticonEmoticon