Tor Mon Paray Lyrics (তোর মন পাড়ায়) By Mahdi Sultan
তোর মন পাড়ায় - Tor mon paray Bengali Song Lyrics. Tor Mon Paray (তোর মন পাড়ায়) - is sung by Mahdi Sultan.
Music Composed by Ayon Chaklader. This song has lyrics by Jisan Khan Shuvo. The song 'Tor mon paray'
has been published on
Pammi Multimedia
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and
English lyrics, you can easily get this
website.
Song Information (Tor Mon Paray) :
Song : Tor mon paray - তোর মন পাড়ায়
Singer : Mahdi Sultan
Music : Ayon Chaklader
Lyric and tune : Jisan Khan Shuvo
Label : Pammi Multimedia
তোর মন পাড়ায় লিরিক্স :
তোর মন পাড়ায়
থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায়
তুই চাইলে বল
আমার সঙ্গে চল
ওই উদাস পুরের বৃষ্টিতে
আজ ভিজবো দুজনায়
অভিমানী মন আমার
চায় তোকে বারেবার (২ বার)
তাই বলি আয় রে ছুটে আয়
তোর মন পাড়ায়
থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায়
তুই চাইলে বল
আমার সঙ্গে চল
ওই উদাস পুরের বৃষ্টিতে
আজ ভিজবো দুজনায়
তোর হৃদয় আঙিনায়,
থাকতে আমি চাই
তুই ছাড়া বাঁচার নেই রে উপায়
কিভাবে ওরে, তোকে ছেড়ে
একাকী আমি জীবন কাটাই
অভিমানী মন আমার
চায় তোকে বারেবার (২ বার)
তাই বলি আয় রে ছুটে আয়
তোর মন পাড়ায়
থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায়
তুই চাইলে বল
আমার সঙ্গে চল
ওই উদাস পুরের বৃষ্টিতে
আজ ভিজবো দুজনায়
শুধু তোকে ঘিরে,
শত স্বপ্নের ভিড়ে
এখন আমার বসবাস
তুই এলে জীবনে,
পাবো বাঁচার মানে
পাবো সুখেরি আভাস
অভিমানী মন আমার
চায় তোকে বারেবার (২ বার)
তাই বলি আয় রে ছুটে আয়
ওই উদাস পুরের বৃষ্টিতে
আজ ভিজবো দুজনায়
তোর মন পাড়ায়
থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখবো
আর ডাকবো ইশারায়
তুই চাইলে বল
আমার সঙ্গে চল
ওই উদাস পুরের বৃষ্টিতে
আজ ভিজবো দুজনায়।।
Tor Mon Paray Lyrics :
Tor mon paray
thakte de amay
Ami chupti kore dekhbo
aar dakbo isharay
Tui chaile bol
Amar songgey chol
O udash purer bristi-te
aaj vijbo dujonay
Obhimaani mon amar
Chaay toke baarebar
Tai boli aye re chute aye
Tor mon paray
thakte de amay
Ami chupti kore dekhbo
aar dakbo isharay
Tui chaile bol
Amar songgey chol
Oi udash purer bristi-te
aaj vijbo dujonay
<<Get Lyrics More>>
ConversionConversion EmoticonEmoticon