Dekha Hobe Lyrics (দেখা হবে) By Tausif | Arfin Ahmed

Dekha Hobe Lyrics (দেখা হবে) By Tausif | Arfin Ahmed - Dekha Hobe Lyrics - যার কথা বাতাসে আসে - যত দূরে যাও আসবে ফিরে জানি এ পথে তোমার সাথে দেখা হবে
Dekha Hobe Lyrics (দেখা হবে) By Tausif | Arfin Ahmed

Dekha Hobe Lyrics (দেখা হবে) By Tausif | Arfin Ahmed

দেখা হবে Dekha Hobe Bengali Song Lyrics. Dekha Hobe (দেখা হবে)- is sung by Tausif. Music Composed by Tausif. This song has lyrics by Arfin Ahmed. The song 'Dekha Hobe' has been published on G Series Music Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.

Song Information (Dekha Hobe Lyrics) :

Song : Dekha Hobe - দেখা হবে
Lyric : Arfin Ahmed
Vocals,Tune & Composed : Tausif
Album : Onidra
Language : Bengali
Label : Agniveena

দেখা হবে লিরিক্স :

যার কথা বাতাসে আসে ভেসে ভেসে
যার টানে এ দুচোখ যায় ছুটে ছুটে
তাকে ভেবে অনিদ্রা জানে না তো সে

যত দূরে যাও আসবে ফিরে
যত দূরে যাও আসবে ফিরে
জানি এ পথে তোমার সাথে দেখা হবে
জানি এ পথে তোমার সাথে দেখা হবে (২ বার)

সাঁঝের মেঘেরা তুমি চাইলে এনেছি
উষ্ম তোমার চোখে মোম হয়ে গলেছি
বেঁধেছিলে যা কিছু সময়ের আড়ালে
তেমনি তো রেখেছি মনে অতল দিঘীতে

ডুবে ডুবে জ্বলে বাঁচি এখানো
একলা ক্ষণ কি যে যায় তুমিও জানো
জেনে তবু কেন সে দূরে থাকে

যত দূরে যাও আসবে ফিরে
যত দূরে যাও আসবে ফিরে
জানি এ পথে তোমার সাথে দেখা হবে
জানি এ পথে তোমার সাথে দেখা হবে

টুকরে করে মন মুঠো হাত সোঁপেছি
তোমার ইশারায় দিন রাত ভুলেছি
দিয়েছিলে যা কিছু বদ্ধ সে দূয়ারে
জমেছে তা এখনো রেখে যাওয়া আগুনে

পুড়ে পুড়ে এ ঘরে মরি এখনো
কার ছোঁয়াতে বাঁচে প্রাণ তুমিও জানো 
জেনে তবু কেন সে দূরে থাকে

যত দূরে যাও আসবে ফিরে
যত দূরে যাও আসবে ফিরে
জানি এ পথে তোমার সাথে দেখা হবে
জানি এ পথে তোমার সাথে দেখা হবে।।

Dekha Hobe Lyrics :

Jar kotha batache ase bhese bhese
Jar tane e ducok jay chute chute
Take bhabe anidra jane na to se
Joto dure jao asbe feera
Joto dure jao asbe feera
Jani e potha tomar sathe dakha hobe
Jani e potha tomar sathe dakha hobe


Dekha Hobe Lyrics - দেখা হবে - By Tausif - Arfin Ahmed.


<<Get Lyrics More>>