Dekhe Ja Bukta Chirey Lyrics (দেখে যা বুকটা চিরে) By F A Sumon
দেখে যা বুকটা চিরে - Dekhe Ja Bukta Chirey Bengali Song Lyrics. Dekhe Ja Bukta Chirey (দেখে যা বুকটা চিরে)- is sung by F A Sumon.
Music Composed by F A Sumon. This song has lyrics by Jahid Akber. The song 'Dekhe Ja Bukta Chirey'
has been published on F A Sumon Official Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and
English lyrics, you can easily get this
website.
Song Information (Dekhe Ja Bukta Chirey Lyrics) :
Song : Dekhe Ja Bukta Chirey - দেখে যা বুকটা চিরে
Singer : F A Sumon
Lyric : Jahid Akber
Tune & Music : F A Sumon
Edit, Color & DOP By Antor Hasan
Thumbnail : Bittu
Post : S 2 Pixel
Label : F A Sumon Official
দেখে যা বুকটা চিরে লিরিক্স :
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
ডুবে থাকি নিশি দিন
কি যে তোর ঘোরে
দেখে যা বুকটা চিরে
মরে যাবো কোনদিন
গেলে তুমি দূরে
পড়ে রবো নীল বালুচরে
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
মন কাঁদে ভেতরে কি দহন জ্বালায়
চোখ পুড়ে নিরবে তোরই শূণ্যতাই
মায়াতে মন বেঁধে হারালি কোথায়
ফেলে আসা স্বপ্ন আমাকে পোড়াই
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
দেখি না দেখি না কিছু চোখেরই তারায়
স্মৃতিরা শুধুই কাঁদায়
ঘুম আসে না চোখে মন পুড়ছে দেখ না
সুখের আঁধারে মিলায়
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে
ডুবে থাকি নিশি দিন
কি যে তোর ঘোরে
দেখে যা বুকটা চিরে
মরে যাবো কোনদিন
গেলে তুমি দূরে
পড়ে রবো নীল বালুচরে
মন শুধু তুই তুই করে রে
মন শুধু তুই তুই করে।।
Dekhe Ja Bukta Chirey Lyrics :
Mon sudhu tui tui kore re
Mon sudhu tui tui kore
Dube thaki nisi din
Ki je tore ghore
Dekhe ja bukta chirey
More jabo konodin
Gelo tumi dura
Pore robo nill balucore
Dekhe Ja Bukta Chirey Lyrics - দেখে যা বুকটা চিরে - F A Sumon. New Sad Song 2021 - Jahid Akber.
<<Get Lyrics More>>
ConversionConversion EmoticonEmoticon