Dekha Hoye Jay Lyrics (দেখা হয়ে যায়) By Ranajoy & Anwesshaa
Dekha Hoye Jay Lyrics (দেখা হয়ে যায়) By Ranajoy & Anwesshaa - Dekha Hoye Jay Lyrics Bengali Song - সকালের আঙুল ছুঁয়ে দেখা হয়ে যায় রোজ দেখা হয়ে যায়
Dekha Hoye Jay Lyrics (দেখা হয়ে যায়) By Ranajoy & Anwesshaa
দেখা হয়ে যায় - Dekha Hoye Jay Bengali Song. Dekha Hoye Jay Lyrics (দেখা হয়ে যায়)- is sung by Ranajoy Bhattacharjee And Anwesshaa.
Music Composed by Ranajoy Bhattacharjee. This song has lyrics by Ranajoy Bhattacharjee. The song 'Dekha Hoye Jay'
has been published on Innovative Music Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and
English lyrics, you can easily get this
website.
Song Information :
Song Name : Dekha Hoye Jay - দেখা হয়ে যায়
Movie Name : Abar Bochhor Koori Pore
Singers : Ranajoy Bhattacharjee And Anwesshaa
Music And Lyrics : Ranajoy Bhattacharjee
Mixing and mastering : Anirban Ganguly
Director : Srimanta Senguptta
Cinematographer : Pratip Mukherjee
Presented by : Pramod films and PSS Entertainments
Produced by : Prateek Chakravorty, Soumyya Sarkr
And Animesh Ganguly
Label : Innovative Music
দেখা হয়ে যায় লিরিক্স - আবার বছর কুড়ি পরে :
সকালের আঙুল ছুঁয়ে
দেখা হয়ে যায় রোজ
দেখা হয়ে যায়,
তোমাকেই খুঁজতে গিয়ে
একা হয়ে যায় মন
একা হয়ে যায়।
বিকেলের গল্প তোমার
খোঁজ দিয়ে যায়
এক বুক মেঘ অভিমান
রোজ দিয়ে যায়
দেখা হয়ে যায় রোজ
দেখা হয়ে যায়।
সকালের আঙুল ছুঁয়ে
দেখা হয়ে যায় রোজ
দেখা হয়ে যায়
তোমাকেই খুঁজতে গিয়ে
একা হয়ে যায় মন
একা হয়ে যায়।
তুমি আর নয় বেশি দূর
ওই শুনি ডাক
বেলাশেষে ঘুম ভাঙতেই
ঠোঁট নির্বাক।
বিছানায় আদর রাখা
জানলায় চোখ,
ঠিক সেই আগের মতোই
রোজ দেখা হোক।
শহরের গল্প তোমার
খুঁজে দিয়ে যায়
দু'মুঠো দুঃখবিলাস
রোজ দিয়ে যায়
দেখা হয়ে যায় রোজ
দেখা হয়ে যায়।
সকালের আঙুল ছুঁয়ে
দেখা হয়ে যায় রোজ
দেখা হয়ে যায়
তোমাকেই খুঁজতে গিয়ে
একা হয়ে যায় মন
একা হয়ে যায়।।
Dekha Hoye Jay Lyrics - Abar Bochhor Koori Pore :
Sokaler aangul chuye
Dekha hoye jay roj
Dekha hoye jaay
TOmakei khujte giye
Eka hoye jay mon
Eka hoye jaay
Bikeler golpo tomar
Khoj diye jaay
Ek buk megh obhiman
Rooj diye jaay
Tumi aar noy beshi dur
Oi shuni daak
Belaseshe ghum vangtei
Thot nirbak
Bichanay ador rakha
Janlay chokh
Thik sei ager motoi
rooj dekha hok
Dekha Hoye Jay Lyrics - দেখা হয়ে যায় - Abar Bochhor Koori Pore - Abir Arpita - Anwesshaa & Ranajoy.
<<Get Lyrics More>>