Jol Lyrics (জল) By Rehaan | Urchi Tomar Preme
জল - Jol Bangla Song. Jol Lyrics (জল)- is sung by Rehaan.
Music Composed by Ahmmed Humayun. This song has lyrics by A Mizan. The song 'Jol'
has been published on
Sultan Entertainment
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and
English lyrics, you can easily get this
website.
Song Information :
Song : Jol - জল
Drama : Urchi Tomar Preme
Singer : Rehaan
Lyric : A Mizan
Tune & Music : Ahmmed Humayun
Cast : Apurba & Payel
D.O.P : Kamrul Islam Shuvo
Directed by Jakaria Showkhin
Producer: Tanvir Mahmood Apu
Label : Sultan Entertainment
জল লিরিক্স - রেহান :
আমি তোমার নাম দিয়েছি জল
তুমি আমার গাল গড়িয়ে নামো
বুকে নেই সুখ চেনা চিরকুট
ভিজে কালো চোখের বর্ষায়।
আমার ভেতর পুড়ছি আমি,
তোমার দেওয়া খরতায়
তোমার ভেতর উড়ছি আবার,
থেমে যায় জরোতায়। (২ বার)
এপাশ ওপাশ মনের দু’পাশ
মনের দু’পাশ ঘিরে আছে,
শুধু চেনা দীর্ঘশ্বাস। (২ বার)
বুকে নেই সুখ চেনা চিরকুট
ভিজে কালো চোখের বর্ষায়।
আমার ভেতর পুড়ছি আমি,
তোমার দেওয়া খরতায়
তোমার ভেতর উড়ছি আবার,
থেমে যায় জরোতায়।
ধূলোর মিছিলে দিয়েছি যোগ
এলোমেলো জীবন করি উপভোগ
ধূলোর মিছিলে দিয়েছি যোগ
এলোমেলো জীবন করি উপভোগ।
বুকে নেই সুখ চেনা চিরকুট
ভিজে কালো চোখের বর্ষায়।
আমার ভেতর পুড়ছি আমি,
তোমার দেওয়া খরতায়
তোমার ভেতর উড়ছি আবার,
থেমে যায় জরোতায়।
আমি তোমার নাম দিয়েছি জল
তুমি আমার গাল গড়িয়ে নামো
বুকে নেই সুখ চেনা চিরকুট
ভিজে কালো চোখের বর্ষায়।
আমার ভেতর পুড়ছি আমি,
তোমার দেওয়া খরতায়
তোমার ভেতর উড়ছি আবার,
থেমে যায় জরোতায়। (২ বার)
Jol Lyrics By Rehaan :
Ami tomar nam diyechi jol
Tumi amar gal goriye namo
Buke nei sukh cena cirkut
Bhije kalo cokher borsay
Amar bhetor purchi ami
Tomar deoya khortay
Tomar bhetor urchi abar
Theme jai jorotay
Epas opas moner dupas
Moner dupase ghire ase
Sudhu cena dirghosas
Jol Lyrics - জল - Rehaan - Apurba & Payel - Urchi Tomar Preme Natok Song - Bangla Natok Song 2022
<<Get Lyrics More>>
ConversionConversion EmoticonEmoticon