Matal Hawa Lyrics (মাতাল হাওয়া) By Ankita Bhattacharyya & Hridoy Saikat
মাতাল হাওয়া - Matal Hawa Bangla Song. Matal Hawa Lyrics (মাতাল হাওয়া)- is sung by Ankita Bhattacharyya & Hridoy Saikat.
Music Composed by A H Turjo. This song has lyrics by Nizamuddin Zahih Khan. The song 'Matal Hawa'
has been published on
Urvashi Forum
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and
English lyrics, you can easily get this
website.
Song Information :
Song : Matal Hawa - মাতাল হাওয়া
Singer: Ankita Bhattavharyya & Hridoy Saikat
Lyrics : Nizamuddin Zahih Khan
Tune : Hridoy Saikat
Music Mix_Master : A H Turjo
Music Coordinator: Hridoy Saikat, Nizamuddin Zahin Khan
Studio Accomplished & Dynamic Mastering : Akash Bhattacharyya
Flute: Jalal Ahmed
Guitar: Mithun
Eshraj : Anondo
DoP & Editor: Jewel Siddiki
Label : Urvashi Forum
মাতাল হাওয়া লিরিক্স - অংকিতা ভট্টাচার্য ও হৃদয় সৈকত :
এই মাতাল হাওয়ায়,
মাতাল জোছনায়
তুমি নাচাও,আমি নাচি
প্রেমও সুধায় মাতামাতি
হিমেল হাওয়ায় মায়াবী ছোঁয়ায়
এই হিমেল হাওয়ায় মায়াবী ছোঁয়ায়
তুমি যে চাও কাছাকাছি
শিহরণে প্রাণে কাঁপি
কথা হবে চোখে চোখে
নেশা ভরা এই রাতে
নিশ্চুপ চারিধারে
ভালোবাসা দেহমনে
সোহাগে সোহাগে রাখো
বুকেরি ভিটায়
ও হিমেল হাওয়ায় মায়াবী ছোঁয়ায়
মাতাল হাওয়ায় মাতাল জোছনায়
দিবানিশি তোমায় জপে
অবুঝ আমায় দিলাম সঁপে
তোমার আমার অঙ্গ দোলে
ভাসবো দু'জন সুখের জলে
আদরে আদরে থাকো আমার আঙ্গিনায়
ও হিমেল হাওয়ায় মায়াবী ছোঁয়ায়
মাতাল হাওয়ায় মাতাল জোছনায়
সুবাসভরা ফুলে ফুলে
হাতে হাত দিলাম তুলে
চোখে চোখে চোখ রেখে
অঞ্জলি আজ নিলাম মেখে
বসব মুখোমুখি মনেরি আয়নায়
এই মাতাল হাওয়ায়,
মাতাল জোছনায়
তুমি নাচাও,আমি নাচি
প্রেমও সুধায় মাতামাতি
এই হিমেল হাওয়ায় মায়াবী ছোঁয়ায়
মাতাল হাওয়ায় মাতাল জোছনায়।। (২ বার)
Matal Hawa Lyrics By Ankita Bhattavharyya & Hridoy Saikat :
Ei matal hawai
Matal jochonay
Tumi nacao ami naci
Premero sudhay matamati
Himel hawai mayabi choyay
Tumi je cao kachakachi
Sihorone prane kapi
Kotha hobe cokhe cokhe
Nesa bhora rate
Niscup caridhare
Bhalobasa dehomone
Sohage sohage rakho
Bukeri bhitay
Matal Hawa Lyrics - মাতাল হাওয়া - Ankita Bhattacharyya & Hridoy Saikat - অঙ্কিতা ও হৃদয় সৈকত - Urvashi GS
<<Get Lyrics More>>
ConversionConversion EmoticonEmoticon