Ami Mitthe Bolbo Na Lyrics (আমি মিথ্যে বলবো না) Samz Vai
আমি মিথ্যে বলবো না- Ami Mitthe Bolbo Na Bengali Song. Ami Mitthe Bolbo Na Lyrics (আমি মিথ্যে বলবো না)- is sung by Samz Vai.
Music Composed by Ah Turjo. This song has lyrics by Jashim Uddin Akash. The song 'Ami Mitthe Bolbo Na'
has been published on
BD29 Multimedia
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and
English lyrics, you can easily get this
website.
Song Information :
Song : Ami Mitthe Bolbo Na - আমি মিথ্যে বলবো না
Singer : Samz Vai
Lyricist : Jashim Uddin Akash
Tune : SK Sanu
Music : Ah Turjo
Label : BD29 Multimedia
আমি মিথ্যে বলবো না লিরিক্স :
আমি মিথ্যে বলবো না
আমি সত্যি বলি যে
তোমায় আগের মতো মনে করে
এখন আমি আর তো কাঁদি না
তুমি আমায় নিয়ে আর ভেবো না
তুমি ভেবেছিলে এই জীবনে
তোমায় ছাড়া নিশ্বাস চলবে না
আমার নিশ্বাস চলবে না
কাঁদি কাঁদি না আমি,
আর তো কাঁদি না
তোমায় মনে করে আমি,
আর তো কাঁদি না (২ বার)
তোমার মিথ্যে ভালোবাসার খেলায়
গেছি আমি ভুলে
মনটা আমার পাষাণ হলো
বুকে আগুন জ্বলে (২ বার)
মরে যাইবো তবু আমি,
তোমায় চাইবো না
আমি তোমায় চাইবো না
কাঁদি কাঁদি না আমি,
আর তো কাঁদি না
তোমায় মনে করে আমি,
আর তো কাঁদি না। (২ বার)
নীল আঁকাশের নীলে তোমায়,
কত খুঁজেছি
ভালোবাসার নামে শুধু,
ব্যথা পেয়েছি (২ বার)
পুড়া হৃদয় ছিল আমার,
সুখতো ছিল না
মনে সুখতো ছিল না
কাঁদি কাঁদি না আমি,
আর তো কাঁদি না
তোমায় মনে করে আমি,
আর তো কাঁদি না।। (২ বার)
Ami Mitthe Bolbo Na Lyrics in Bengali :
Ami mitthe bolbo na
Ami sotti boli je
Tomay ager moto mone kore
Akhon ami ar kadi na
Tumi amay niye ar bhebo na
Tumi bhebecile ei jibone
Tomay cara nisas colbe na
Kadi kadi na ami
Ar to kadi na
Tomay mone kore ami
Ar kadi na.
Ami Mitthe Bolbo Na Lyrics - আমি মিথ্যে বলবো না - Samz Vai - Bangla New Song 2022
ConversionConversion EmoticonEmoticon