গানের তথ্য:
- গানঃ Ki Kore Bolbo Toke - কি করে বলবো তোকে
- কন্ঠঃ Avraal Sahir & Ankita Bhattacharyya
- কথাঃ এম এ আলম শুভ
- সুর ও সঙ্গীতঃ আভরাল সাহির
- লেবেলঃ সুলতান এন্টারটেইনমেন্ট
কি করে বলবো তোকে লিরিক্স - আভরাল সাহির ও অংকিতা ভট্টাচার্য্য
লাগছে মনে এমন কেন
টানছে আমায় কেউ যেনো
চোখে চোখে কথা ভেসে যাই
যতনে রাখা প্রিয় প্রহর,
আমি কোরে দেবো তোর
কেন থাকে মন দোটানাই
বলতে গিয়ে ফিরে আশি
লজ্জায় মুচকি হাসি,
কাঁটে না যে দ্বিধা
কি করে বলবো তোকে
চায়ছে মন কতটা
ভালোবেসে আয়না কাছে
আসা যাই যতটা (২ বার)
এভাবে কাছে তুই এলি
ভাসালি প্রেমের নাম
ভাবতে ভাবতে যেনো আমার
ভাবনা গুলো উধাও (২ বার)
দেখে তোর অবুঝ হাসি
ভুলেছি পথের দিক
নিশানা শুধু তুই
জানি না ভুল কি বা ঠিক
বলতে গিয়ে ফিরে আশি
লজ্জায় মুচকি হাসি,
কাঁটে না যে দ্বিধা
কি করে বলবো তোকে
চায়ছে মন কতটা
ভালোবেসে আয়না কাছে
আসা যাই যতটা (২ বার)
লাগছে মনে এমন কেন
টানছে আমায় কেউ যেনো
চোখে চোখে কথা ভেসে যাই
যতনে রাখা প্রিয় প্রহর,
আমি কোরে দেবো তোর
কেন থাকে মন দোটানাই
বলতে গিয়ে ফিরে আশি
লজ্জায় মুচকি হাসি,
কাঁটে না যে দ্বিধা
কি করে বলবো তোকে
চায়ছে মন কতটা
ভালোবেসে আয়না কাছে
আসা যাই যতটা।। (২ বার)
Ki Kore Bolbo Toke Lyrics By Avraal Sahir & Ankita
Lagche mone emon keno
Tanche amay keu jeno
Cokhe cokhe kotha bhese jai
Jotone rakha priyo prohar
Ami kore debo tor
Keno thake mon dotanai
Bolte giye phire asi
Lojjay mucki hasi
Kate na je didha
Ki kore bolbo toke
Cayche mon kotota
Bhalobese ayna kache
Asa jai jotota
- Komolay Nritto Kore Lyrics - কমলায় নৃত্য করে By Ankita Bhattacharyya
- Chol Pakhi hoye Uṛi Lyrics (চল পাখি হয়ে) By Porshi & Avraal Sahir
সর্বশেষ কিছু কথা
বন্ধুরা, আশা করি আর্টিকেলটি (Ki Kore Bolbo Toke Lyrics) আপনাদের পছন্দ হয়েছে। আমরা সব সময় চেষ্টা করি আপনারা যাতে সঠিক তথ্য পেতে পারেন। পরিশেষে বলবো, আপনার যদি আর্টিকেলটি পছন্দ হয় (Ki Kore Bolbo Toke Lyrics - কি করে বলবো তোকে লিরিক্স- By Avraal Sahir & Ankita) শেয়ার করতে ভুলবেন না।
ConversionConversion EmoticonEmoticon