গানের তথ্য :
- গানঃ Oo Bawlo Thik Kina Lyrics - ওও বলো ঠিক কিনা
- গায়কঃ Usha Uthup
- গানের কথাঃ রাজীব দত্ত
- রিক্রিয়েটেডঃ তুবাই রায়
ওও বলো ঠিক কিনা লিরিক্স
সারি সারি পড়লে শাড়ী দেখবেরে ঘুরে ঘুরে
ছোট্ট ছোট্ট স্কার্ট পড়া এলেও দেখবে ঘুরে
হোক শাড়ী হোক স্কার্ট তাতে কিবা আসে যায়
কষ্ট চাউনি দুষ্টু চিন্তায় নেই কাজ খই ভেজে যাই
ও বলো ঠিক কিনা ওও বলো ঠিক কিনা
ও বলো ঠিক কিনা ওও বলো ঠিক কিনা
সুন্দর সুন্দর রুপে রাজি মরতে ওরা এক পায়ে
একটু অন্য হইলেও চায় যে কোনো উপায়ে
সাদা কালো কি আসে যায় মধু মিশ্রি যেটা পাই
যাপটে ধরে গায়ের জোড়ে নেই কাজ খই ভেজে যাই
ও বলো ঠিক কিনা ওও বলো ঠিক কিনা
ও বলো ঠিক কিনা ওও বলো ঠিক কিনা
লম্বা লম্বা মেয়ে দেখে এক নিমিষে দিয়ানা
ছোট্ট খাটো হলেও যে থামতে ওরা জানে না
লম্বা খাটো যেটাই জোটে জলের পিচে ফেলে যাই
পায়ের জুতো ছাড়তে রাজি নেই কাজ খই ভেজে যাই
ও বলো ঠিক কিনা ওও বলো ঠিক কিনা
ও বলো ঠিক কিনা ওও বলো ঠিক কিনা
ফোলা ফোলা গাল দেখে বলেও কি লাগছে রে
হালকা পাতলা হলেও ফুলকলি বলে ডাকছে রে
মোটা পাতলা সবার দরজা ওরা কড়া নেড়ে যাই
যেই একা পাই টোপ দিতে চাই নেই কাজ খই ভেজে যাই
ও বলো ঠিক কিনা ওও বলো ঠিক কিনা
ও বলো ঠিক কিনা ওও বলো ঠিক কিনা
ফাকা গুলি দিয়ে খালি কেউ নাম কামাতে চায়
কে সেয়ানা বেবি সেজে এ মন নিয়ে খেলে যায়
আসলে সব একরে ওরা সময় এলে চেনা যাই
দিন দাহারে অন্ধকারে
দিন দাহারে অন্ধকারে নেই কাজ খই ভেজে যাই
ও বলো ঠিক কিনা ওও বলো ঠিক কিনা
ও বলো ঠিক কিনা ওও বলো ঠিক কিনা
ও বলো ঠিক কিনা ওও বলো ঠিক কিনা
ও বলো ঠিক কিনা ওও বলো ঠিক কিনা
ও বলো ঠিক কিনা ওও বলো ঠিক কিনা।।
Oo Bawlo Thik Kina Lyrics Bengali Version Ft. Usha Uthup
Sari sari porle sari dekhbere ghure ghure
Chotto chotto skart pora eleo dekhbe ghure
Hok sari hok skart tate kiba ase jai
Kosto cauni dustu cintay nei kaj khoi bheje jai
O bawlo thik kina oo bawlo thik kina
O bawlo thik kina oo bawlo thik kina
বন্ধুরা, আশা করি আর্টিকেলটি (Oo Bawlo Thik Kina Lyrics) আপনাদের পছন্দ হয়েছে। আমরা সব সময় চেষ্টা করি আপনারা যাতে সঠিক তথ্য পেতে পারেন। পরিশেষে বলবো, আপনার যদি আর্টিকেলটি পছন্দ হয় (Oo Bawlo Thik Kina Lyrics - ওও বলো ঠিক কিনা লিরিক্স - By Usha Uthup) শেয়ার করতে ভুলবেন না।
ConversionConversion EmoticonEmoticon