Tomari Chowate Lyrics (তোমারি ছোঁয়াতে) By Habib Wahid

Tomari Chowate Lyrics

Tomari Chowate Lyrics (তোমারি ছোঁয়াতে) By Habib Wahid

তোমারি ছোঁয়াতে Tomari Chowate Bangla Song. Tomari Chowate Lyrics (তোমারি ছোঁয়াতে)- is sung by Habib Wahid. Music Composed by Habib Wahid. This song has lyrics by Amita Karmoker. The song 'Tomari Chowate' has been published on Habib Wahid Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.

Song Information :

Song : Tomari Chowate - তোমারি ছোঁয়াতে
Tune : Habib Wahid
Music Composed, Produced & Arranged by Habib Wahid
Lyrics : Amita Karmoker
Label : Habib Wahid

তোমারি ছোঁয়াতে লিলিক্স - হাবিব ওয়াহিদ :

জানিনা কেন বারেবারে
হারাই তোমাতে, দূর নীলিমায়
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে, অচিন মায়ায়।

তোমারই তো সাথে মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে
তোমারই ছোঁয়াতে, ভীষণ মায়াতে
বাঁধা পড়ি তোমায় হতে।

জানিনা কেন বারেবারে
হারাই তোমাতে, দূর নীলিমায়
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে, অচিন মায়ায়।

আজও আমি তাই, তোমাকে খুঁজে যাই
তোমাকে ভেবে কত গল্প সাজাই
তুমি জানো কি? দিবানিশি তাই
তোমারই দুটি চোখে আমি হারাই।

দূর সুদূরে তোমাতেই,
যেনো আমি মিশে যাই
ভালোবেসে একই সুরে,
প্রাণ বাঁধি তাই।

তোমারই তো সাথে মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে
তোমারই ছোঁয়াতে, ভীষণ মায়াতে
বাঁধা পড়ি তোমায় হতে।

জানিনা কেন বারেবারে
হারাই তোমাতে, দূর নীলিমায়
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে, অচিন মায়ায়।

দুটি চোখ আজ, খোঁজে না কিছু আর
যতনে রাখি তাই চোখের তারায়,
তোমাকে ভেবে তাই, স্বপ্ন সাজিয়ে যাই
তোমারই পথে আজ তাই পা বাড়াই।

বেঁধেছো হৃদয় কোন সে অচেনা মায়াতে,
হারিয়ে নিজেকে খুঁজি তোমার ছায়াতে।

তোমারই তো সাথে মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে
তোমারই ছোঁয়াতে, ভীষণ মায়াতে
বাঁধা পড়ি তোমায় হতে।

জানিনা কেন বারেবারে
হারাই তোমাতে, দূর নীলিমায়
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে, অচিন মায়ায়।।

Tomari Chowate Lyrics By Habib Wahid :

Janina keno barebare
Harai tomate dur nilimay
Tomarai jeno khub kache
Mon pore ache, acin mayay
Tomare to sathe matal haoyate
Khone khone cai mon tomate harate
Tomari chowate, bhison mayate
Badha pori tomay hote 




Tomari Chowate Lyrics - তোমারি ছোঁয়াতে - Habib Wahid feat Moutushi Khan - Amita Karmoker


<<Get Lyrics More>>

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url