Toy Train Lyrics - টয় ট্রেন লিরিক্স By Anupam Roy: আপনারা কি Toy
Train Lyrics এর তথ্য খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় আসছেন। এখানে
আপনি Toy Train Lyrics এর সম্পর্কে সঠিক তথ্য পাবেন। তাহলে চলুন
বন্ধুরা, শুরু করা যাক।
গানের তথ্য :
- গানঃ টয় ট্রেন
- গায়কঃ Anupam Roy
- গানের কথাঃ রাজর্ষী দে
- সুরকারঃ আশু চক্রবর্তী
- প্রোগ্রামিংঃ আশু চক্রবর্তী
- লেবেলঃ টাইমস মিউজিক বাংলা
টয় ট্রেন লিরিক্স:
ছুটে যাওয়া মেঘেদের দেশে আজ
কুয়াশারা দর্শক সারিতে
পাহাড় আকাশ এই মোম রঙ রাস্তায়
খুনসুটি ভাব আর আড়িতে (২ বার)
ওই চাঁদ টয় ট্রেন আঁকাশে রেললাইন,
স্বপ্নের মতো সাদা কুয়াশা
মন খারাপের সব হিসেব মিলিয়ে দিয়ে,
ছাতা নিয়ে হেঁটে আসে ভালোবাসা
তাই আবার কাঞ্চনজঙ্ঘা
ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা
ছুটে যাওয়া মেঘেদের দেশে আজ
ছুটে চলা বিপ্লবী, মন আর চাঁদটা
বেঞ্চ পাহাড় দেখে বসে
ওই দেখো দূরে স্বপ্ন আমার,
ঘোড়ার পিঠে চরে আসে
বায়না ধরেছে মেঘ যাবো যাবো বলে,
তাই ছোওয়াল জবাব সব তোলা থাক
অনেক হিসেব আজ মিলতেই চায় না
বাই বাই বলে সব ভোলা যাক।
ছুটে যাওয়া মেঘেদের দেশে আজ
কুয়াশারা দর্শক সারিতে
পাহাড় আকাশ এই মোম রঙ রাস্তায়
খুনসুটি ভাব আর আড়িতে
সমস্তানি রোদ আঁকাশে উঠবে কাল
মনটা খারাপ আর হবে না
অনেক দিনের সেই, ভালবাসা টয় ট্রেন
কুয়াশা স্টেশনে থেকে যাবে না
তাই আবার কাঞ্চনজঙ্ঘা
ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা
তাই আবার কাঞ্চনজঙ্ঘা
ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা।।
Toy Train Lyrics in Bengali:
Chute jaoya megheder dese aj
Kuyasar dorsok sarite
Pahar akash ei mom rastay
Khunsuti bhab ar arite
Oi cad toy train akase relline
Shopner moto sada kuyasa
Mon kharaper sob hiseb miliya diye
Chata niye hete ase bhalobasa
Tai Abbar Kanchanjangha
Phire phire jai amar Kanchanjangha
- Putul Aami Lyrics (পুতুল আমি) By Anupam Roy
- Bawshonto Eshe Geche Lyrics - বসন্ত এসে গেছে লিরিক্স - By Anupam Roy
শেষ কথা
বন্ধুরা, আশা করি আর্টিকেলটি (Toy Train Lyrics) আপনাদের পছন্দ
হয়েছে। আমরা সব সময় চেষ্টা করি আপনারা যাতে সঠিক তথ্য পেতে পারেন। পরিশেষে
বলবো, আপনার যদি আর্টিকেলটি পছন্দ হয় (Toy Train Lyrics - টয় ট্রেন লিরিক্স By Anupam Roy) শেয়ার করতে ভুলবেন না।
ConversionConversion EmoticonEmoticon