Jodi Here Jai Lyrics (যদি হেরে যাই) By Eleyas Hossain
Jodi Here Jai Lyrics - যদি হেরে যাই লিরিক্স Eleyas Hossain | Bangla Best Lyrical Song 2022 | HM Voice - ভালোবাসা লুকিয়ে থাক
Jodi Here Jai Lyrics (যদি হেরে যাই) By Eleyas Hossain
যদি হেরে যাই - Jodi Here Jai Bangla Song. Jodi Here Jai Lyrics (যদি হেরে যাই)- is sung by Eleyas Hossain.
Music Composed by Wahed Shahin. This song has lyrics by Sheikh Nazrul. The song 'Jodi Here Jai'
has been published on
HM Voice
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and
English lyrics, you can easily get this
website.
Song Information :
Song : Jodi Here Jai - যদি হেরে যাই
Singer : Eleyas Hossain
Lyric : Sheikh Nazrul
Tune : Fidel Naim
Music : Wahed Shahin
Astt : MD Eklas
Org. By : Mahabub Ahsan Shimul
Label : HM Voice
Jodi Here Jai Lyrics in Bengali
ভালোবাসা লুকিয়ে থাক
তুমি খুঁজতে যেও না
এ বুকে তোমায় রেখেছি গোপন
তুমি দেখতে চেও না
চোখের ভেতরে রেখেছি তোমায়
যদি পড়ে যাও
তাই চোখ খুলি না
কপালে লিখে রেখেছি তোমায়
একা একা পড়ি শুধু কিছু ভুলি না।
যদি ভাগ্যের দানে হেরে যাই
দুজনে একসাথে হেরে যেতে চাই
তুমি ভয় পেও না
তুমি ভয় পেও না
এ বুকে তোমায় রেখেছি গোপন
তুমি দেখতে চেও না
একটা জীবন চাই ভিন্ন আমার
তুমি তুমি তুমি করতে চিৎকার
হাতের মুঠিতে ধরেছি তোমায়
টুপ করে পড়ে যাবে,
সে তো পারবে না
তুমি ভয় পেও না
তুমি ভয় পেও না
এ বুকে তোমায় রেখেছি গোপন
তুমি দেখতে চেও না
ঠোঁটের মাঝখানে আছো তুমি
গোপন হাসিতে সে তো আর হারবে না
হাতের মুঠিতে ধরেছি তোমায়
টুপ করে পড়ে যাবে
সে তো পারবে না
তুমি ভয় পেও না
তুমি ভয় পেও না
এ বুকে তোমায় রেখেছি গোপন
তুমি দেখতে চেও না।।
Jodi Here Jai Lyrics in English
Bhalobasa lukiye thak
Tumi khujte jeo na
E buke tomay rekhechi gopon
Tumi dekhte ceo na
Cokher bhetore rekhechi tomay
Jodi pore jao
Tai cokh khuli na
Kopale likhe rakhaci tomay
Eka eka pori sudhu kicu bhuli na
Jodi bhager dane here jai
Dujone ek sathe here jete cai
Tumi bhoy peo na
- Na Bola Kotha 4 Lyrics - না বলা কথা ৪ লিরিক্স - By Eleyas Hossain & Aurin | Bengali Lyrics
- Chokher Taray Lyrics (চোখের তারায়) By Eleyas Hossain Bengali Song
যদি হেরে যাই গানটি গেয়েছেন ইলিয়াস হোসাইন এবং যদি হেরে যাই গানের লিরিক্স লিখেছেন শেখ নজরুল।