Kache Tobu Durey Lyrics (কাছে তবু দূরে) Habib Wahid | Nancy
Kache Tobu Durey Lyrics By Habib Wahid, Nancy. This song has lyrics by Goonjohn Rahman - কাছে তবু দূরে গানের লিরিক্স
Kache Tobu Durey Lyrics By Habib Wahid, Nancy. Music
Composed by Habib Wahid. This song has lyrics by Goonjohn Rahman. The song 'Kache Tobu Durey' has been published on Habib Wahid Youtube channel. I hope so Would love to
hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and
English lyrics, you can easily get this
website.
Kache Tobu Durey Song Information :
Song :
Kache Tobu Durey
- কাছে তবু দূরে
Artists :
Habib Wahid
& Nancy
Song composed, Produced & Arranged by Habib Wahid
Lyrics : Goonjohn Rahman
Label : Habib Wahid
Kache Tobu Durey Lyrics in Bengali
কেন বলো না এই বাঁধার দেওয়াল
তোমাকে আমাকে করেছে আরাল
আমার স্বপ্ন জুড়ে শুধু তুমি
তবু তোমার কেন নয় আমি
পারিনা কেন ছুতে তোমায়
কেন বল এত অসহায়
এত কাছে তবু এত দূরে
ফিরে আসি আবার ফিরে যায়
জানি যে শুধু তোমাকে চায়
দেখনা এ হৃদয়টা ঘুরে।
কেন বলো না এই বাঁধার দেওয়াল
তোমাকে আমাকে করেছে আরাল
এসো ভুলে যাই যত বাঁধা
কালো, সাদা হোকনা রঙিন
তুমি আমি মিলে ঐ নীল
ডানামেলে ভাসি অমলিন
আমি জানিনা কি ছিল আগে
জানি শুধু তুমি যে আমার
তাই ভাবিনা কি আছে পরে
ভাবি শুধু আমি যে তোমার
ভালোবাসার ছোট্ট জীবন
কেটে যাক হাতে রেখে হাত
এর বেশি বলো আর কি চায়।
আমার স্বপ্ন জুড়ে শুধু তুমি
তবু তোমার কেন নয় আমি
পারিনা কেন ছুতে তোমায়
কেন বল এত অসহায়
এত কাছে তবু এত দূরে
ফিরে আসি আবার ফিরে যায়
জানি যে শুধু তোমাকে চায়
দেখনা এ হৃদয়টা ঘুরে।
কেন বলো না এই বাঁধার দেওয়াল
তোমাকে আমাকে করেছে আরাল।।
Kache Tobu Durey Lyrics in English
Keno bolo na ei badhar deoyal
Tomake amake koreche aral
Amar shopno jure sudhu tumi
Tabu tomar kano nay ami
Parina keno chute tomay
Keno bolo eto asohay
Eto kache tobu eto durey
Phire asi abar phire jai
Jani je sudhu tomake cay
Dekhona e hridoyta ghure
Eso bhule jai joto badha
Kalo, sada hokna roing
Tumi ami mile oi nill
Danamele bhasi amolin
Ami janina ki cholo age
Jani sudhu tumi je amar
Tai bhabina ki ase pore
Bhabi sudhu amar je tomar
Bhalobasar chotto jibon
Kete jak hate rekhe hat
Er besi bolo ar ki cay
কাছে তবু দূরে গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ ও ন্যান্সি। এত কাছে
তবু এত দূরে গানের লিরিক্স লিখেছেন গোঁজন রহমান।