Tumi Chara Lyrics (তুমি ছাড়া) Mahtim Shakib
Tumi Chara Lyrics is sung by Mahtim Shakib. Music Composed by
Shahriar Alam Marcell. This song has lyrics by Mehedi Hasan Limon. The song
'Tumi Chara' has been published on Blue Dream Youtube channel. I hope so Would
love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and
English lyrics, you can easily get this
website.
Tumi Chara Song Information :
Song :
Tumi Chara
- তুমি ছাড়া
Singer :
Mahtim Shakib
Lyrics : Mehedi Hasan Limon
Tune & Music : Shahriar Alam Marcell
Label : Blue Dream
Tumi Chara Lyrics in Bengali
তোমার নাম লিখেছি
আমার বুকের বামে
আমি যখন চাইছি খুব
তুমি যাচ্ছো থেমে
সকাল বিকেলে আঁকছি চোখে,
রোজ স্বপ্ন তোমার
তোমার মতো বুঝবে এমন
নেই তো কেউ আমার।
তুমি ছাড়া কেউ নেই আমার
তুমি ছাড়া কেউ নেই আমার।
যখন তুমি ডাকো আমায়
কি যে মধুর লাগে
তোমার ছোয়ায় অনুভূতির
দারুন শিহরণ জাগে। (২ বার)
সকাল বিকেলে আঁকছি চোখে,
রোজ স্বপ্ন তোমার
তোমার মতো বুঝবে এমন
নেই তো কেউ আমার।
তুমি ছাড়া কেউ নেই আমার
তুমি ছাড়া কেউ নেই আমার।
এখন আমার সবটা সময়
তোমায় নিয়ে থাকে,
বুকের ভেতর যত্ন করে
আগলে তোমায় রাখে। (২ বার)
সকাল বিকেলে আঁকছি চোখে,
রোজ স্বপ্ন তোমার
তোমার মতো বুঝবে এমন
নেই তো কেউ আমার।
তুমি ছাড়া কেউ নেই আমার
তুমি ছাড়া কেউ নেই আমার।।
Tumi Chara Lyrics in English
Tomar nam likhechi
Amar buker bame
Ami jakhon caichi khub
Tumi jaccho theme
Sokal bikele akchi cokhe
Roj shopno tomar
Tomar moto bujhabe emon
Nei to keu amar
Tumi chara keu nei amar
Jakhon tumi dako amay
Ki je madhur lage
Tomar choyay anubhutir
Darun siharon jage
Ekhon amar sobta somoy
Tomay niye thake
Buker bhetor jotno kore
Agle tomay rakhe.
তুমি ছাড়া গানটি গেয়েছেন মাহতিম সাকিব। তুমি ছাড়া কেউ নেই আমার গানের
লিরিক্স লিখেছেন মেহেদী হাসান লিমন।