Deeprohor Lyrics (দ্বিপ্রহর) Habib Wahid

Deeprohor Lyrics (দ্বিপ্রহর) Habib Wahid - এখনো তুমি, শুধু তুমি আছো আমার বুকে বীণা বজিয়ে এখনো তুমি ডেকে যাও আমায় দ্বিপ্রহর
Deeprohor Lyrics by Habib Wahid


Deeprohor Lyrics by Habib Wahid. Music Composed by Habib Wahid. This song has lyrics by Mir Shariful Karim Srabon. The song 'Deeprohor' has been published on Habib Wahid Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.

Deeprohor Song Information :

Song : Deeprohor - দ্বিপ্রহর
Artist : Habib Wahid
Song Composed Produced 
& Arranged by Habib Wahid
Lyrics : Mir Shariful Karim Srabon
Label : Habib Wahid

Deeprohor Lyrics in Bengali

এখনো তুমি, শুধু তুমি
আছো আমার বুকে
বীণা বজিয়ে এখনো তুমি, 
ডেকে যাও আমায় দ্বিপ্রহর

আমি কি শুনিনি
জানিনি বুঝিনি
আমার প্রাণ তোমার
পরশ পেতে কাঁদে

এখনো বিরহে
জানোনা কি ঘোর লাগা,
পথে হারিয়ে
খুঁজি তোমায় হারিয়ে অকারণ

বলনা কি... শ্রাবণ ধারা
বারি মেখে তবু আমায়
জড়াবে আবরণ

চলোনা যাই... দ্বিপ জ্বালাই
পথ থেকে পথে, পথে দুধার
ফুলে সাজাই আবারো

এখনো তুমি, শুধু তুমি
আছো আমার বুকে
বীণা বজিয়ে এখনো তুমি, 
ডেকে যাও আমায় দ্বিপ্রহর

আমি কি শুনিনি
জানিনি বুঝিনি
আমার প্রাণ তোমার
পরশ পেতে কাঁদে

এখনো বিরহে
জানোনা কি ঘোর লাগা,
পথে হারিয়ে
খুঁজি তোমায় হারিয়ে অকারণ।।

Deeprohor Lyrics in English

Ekhano tumi, sudhu tumi
Acho amar buke
Bina bajiye ekhano tumi
Deke jao amaydeeprohor

Ami ki sunini 
Janini bujhini
Amar pran tomar
Paros pete kade

Ekhano birahe 
Janona ki ghor lage
Pothe hariye
Khuji tomay hariye akarone

Bolona ki... sraboner dhara
Bari mekhe tabu amay
Jarabe aboron

Calona jai... dip jalai
Poth theke pothe, pother dudhar
Phule sajai abaro

দ্বিপ্রহর গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। বীণা বজিয়ে এখনো তুমি ডেকে যাও আমায় দ্বিপ্রহর গানের লিরিক্স লিখেছেন মীর শরিফুল কারীম শ্রবন।