Nikosh Kalo Ei Adhare Lyrics (নিকষ কালো এই আঁধারে) Paper Rhyme

Nikosh Kalo Ei Adhare Lyrics by Paper Rhyme


Nikosh Kalo Ei Adhare Lyrics by Paper Rhyme. This song is sung by Paper Rhyme. This song has lyrics by Paper Rhyme. The song 'Nikosh Kalo Ei Adhare' has been published on Bangla Bands Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.

Nikosh Kalo Ei Adhare Song Information :

Song : Nikosh Kalo Ei Adhare - নিকষ কালো এই আঁধারে
Singer : Paper Rhyme
Lyrics : Paper Rhyme
Music :  Paper Rhyme
Label :   Paper Rhyme

Nikosh Kalo Ei Adhare Lyrics in Bengali

অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে
কেটে যায় আমার সময়। 
তুমি গেছো চলে, যাওনি বিস্মৃতির অতলে
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়। 

রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
তবু চলে গেলে এই সাজানোবাগান ছেড়ে
আমি রয়েছি তোমার অপেক্ষায়।

নিকষ কালো এই আঁধারে 
স্মৃতিরা সব খেলা করে,
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা। 

একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো, 
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দুহাতে আঁকড়ে ধরে।

কিছু পুরোনো গান,
কিছু পুরোনো ছবির অ্যালবাম, 
এসবই আমার সাথী হয়ে রয়। 

কাকডাকা ভোরে যখন সূর্য ঢুকে ঘরে
কালো পর্দায় বাধা পেয়ে সরে যায়। 
আমার এই জগৎ বড় আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয়
মৃত্যুই কি শ্রেয় নয়?
আমি রয়েছি তোমার অপেক্ষায়। 

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে, 
রয় শুধু নির্জনতা, 
নির্জনতায় আমি একা। 

একবার শুধু চোখ মেলো 
দেখো আজ পথে জ্বালি আলো, 
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে। 

আমার সত্তা ধূলোয় মিশে যেতে চায়
অস্তিত্বের প্রয়োজনে, 
চাই তোমাকে এখানে 
আমি রয়েছি তোমার অপেক্ষায়।

নিকষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা 
নির্জনতায় আমি একা।

একবার শুধু চোখ মেলো
দেখো আজ পথে জ্বালি আলো
তুমি আবার আসবে ফিরে  
বিশ্বাসটুকু দু’হাতে আঁকড়ে ধরে।।

Nikosh Kalo Ei Adhare Lyrics in English

Ondhokar Ghore
Kagojer tukro chire
Kete jai amar somoy
Tumi gecho cole jaoni bisrito atole
jomon sukno phul boiyer majhe roye jai

Rekhechilam tomay amar hridoy gobhire
Tabu cole gele ei sajanobagan chere
Ami royechi tomar apekhay

Nikosh kalo ei adhare
Sritira sob khela kore
Roy sudhu nirjonota
Nirjonotay ami eka

Ekbar sudhu cokh melo
Dekho aj pothe jali alo
Tumi abar asbe phire
Biswastuku duhaate akre dhore.

নিকষ কালো এই আঁধারে গানটি গেয়েছেন পেপার রহিম।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url