Meghe Bhasa Din Lyrics (মেঘে ভাসা দিন) Minar Rahman
Meghe Bhasa Din Lyrics (মেঘে ভাসা দিন) Minar Rahman - হোক কিছু বোঝাবুঝি ভুল
হোক কিছু বোঝাবুঝি ঠিক
তারপরও যদি চলে যাই
Meghe Bhasa Din Lyrics by Minar Rahman. Music Composed by
Minar Rahman. This song has lyrics by Isteaque Ahmed. The song
'Meghe Bhasa Din' has been published on AZ Multimedia Youtube channel.
I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and
English lyrics, you can easily get this
website.
Meghe Bhasa Din Song Information :
Song:
Meghe Bhasa Din
- মেঘে ভাসা দিন
Singer:
Minar Rahman
Lyrics: Isteaque Ahmed
Tune & Music: Minar Rahman
Music Arrangement: Amzad Hossain
Label: AZ Multimedia
Meghe Bhasa Din Lyrics in Bengali
হোক কিছু বোঝাবুঝি ভুল
হোক কিছু বোঝাবুঝি ঠিক
তারপরও যদি চলে যাই
তুমি আর আমি দুজনে দু'দিক।
জানিনা কোথায় তুমি হারাবে?
তোমাকে খুঁজেই যাবো ঘুরে ঘুরে,
কখনও তোমাকে ছাড়া,
হবে না, আসবো যে ফিরে।
তুমিতো জানো না, তুমিতো বোঝোনি
কতটা তোমায় বাসি ভালো
তোমায় ঘিরে এই আমার মন
কত স্বপ্ন ওড়ালো। (২ বার)
হোক কিছু মেঘে ভাসা দিন
হোক কিছু পাখিদের গান
তবে চলো ভুলে যাই
তোমার আমার যত অভিমান।
জানিনা কোথায় তুমি হারাবে?
তোমাকে খুঁজেই যাবো ধীরে ধীরে,
কখনও তোমাকে ছাড়া
হবে না, আসবো যে ফিরে।
তুমিতো জানো না, তুমিতো বোঝোনি
কতটা তোমায় বাসি ভালো,
তোমায় ঘিরে এই আমার মন
কত স্বপ্ন ওড়ালো।।
Meghe Bhasa Din Lyrics in English
Hok kichu bojhabujhi bhul
Hok kichu bojhabujhi thik
Tarporo jodi chole jai
Tumi aar ami dujone dudik
Janina kothay tumi harabe
Tomake khujei jabo ghure ghure
Hobena ashbo je phire
Tumi toh janona tumi toh bojhoni
Kotota tomay basi bhalo
Tomay ghire ei amar mon
Koto shopno oralo
Hok kichu meghe bhasa din
Hok kichu pakhider gaan
Tobe cholo bhule jai
Tomar amar joto obhimaan
Janina kothay tumi harabe
Tomake khujei jabo dhire dhire
Kokhono tomake chara
Hobe na asbo je phire
মেঘে ভাসা দিন গানটি গেয়েছেন মিনার রহমান। হোক কিছু মেঘে ভাসা দিন গানের লিরিক্স লিখেছেন ইসতিয়াক আহমেদ।