Tomake Khujechi Olite Golite Lyrics - Imran Mahmudul
Tomake Khujechi Olite Golite Lyrics from Ashirbad movie Sung by Imran Mahmudul and Ankhi Alamgir Bangla song. This song has lyrics by Sudip Kumar Dip. The song 'Tomake Khujechi Olite Golite'
has been published on
Eagle Music Video Station
Youtube channel. I hope so Would love to hear the song. If any of you need
Bengali lyrics, Hindi lyrics, and
English lyrics, you can easily get this
website.
Tomake Khujechi Olite Golite Song Information :
Song: Tomake Khujechi Olite Golite - তোমাকে খুঁজেছি অলিতে গলিতে
Singer: Imran Mahmudul and Ankhi Alamgir
Lyrics: Sudip Kumar Dip
Tune & Music: Emon Shaha
Movie: Ashirbad
Label: Eagle Music Video Station
Tomake Khujechi Olite Golite Lyrics in Bengali
তোমাকে খুঁজেছি সোনালী শিশিরে
সবুজে আল ধরে,
অলিতে গলিতে শহর তলিতে,
মিষ্টি রোদের ভোরে। (২ বার)
তোমাকে চেয়েছি কাজীনজরুলের
বিদ্রোহীর কবিতায়
তোমাকে পেয়েছি রবি ঠাকুরের
গীতাঞ্জলি জুড়ে।
সুখে আর দুখে মাখামাখি
তুমি মনের সপ্তসুরে
সুখে আর দুখে মাখামাখি
তুমি মনের সপ্তসুরে।
তোমাকে চিনেছি একলা বিকেলে
ধেঁয়ে আসা সন্ধ্যায়
তোমাকে কিনেছি একগুচ্ছ সেই প্রিয়,
রজনীগন্ধায়
আমার হয়েছো তুমি কোন এক পথ,
পথ না চেনার মোরে
ফিরে যাবো বলে একলা ঘরে,
আমি আর কেমন করে।
সুখে আর দুখে মাখামাখি
তুমি মনের সপ্তসুরে
সুখে আর দুখে মাখামাখি
তুমি মনের সপ্তসুরে।
বয়ে চলেছো তুমি ওগো প্রিয়
পদ্মা মেঘনার কোলে
ফুটেছো আবার লাল নীল রঙে
বাগানের ফুলে ফুলে।
তুমি হাসলেই চুপ হয়ে যাই
কান্না করা শিশু
তোমার চোখেই দেখেছি আমি
খোদা, ভগবান, যিশু
সুখে আর দুখে মাখামাখি
তুমি মনের সপ্তসুরে
সুখে আর দুখে মাখামাখি
তুমি মনের সপ্তসুরে।।
Tomake Khujechi Olite Golite Lyrics in English
Tomake khujechi sisire
Sabuje al dhore
Alite golite sahar tolite
Misti rode bhore
Tomake ceyechi kaji najruler
Bidrohir kobitay
Tomake peyechi robi thakurer
Gitanjali jure
Sukhe ar dukhe makhamakhi
Tumi moner saptosure
Tomake chinechi ekla bikele
Dheye asa sandhay
Tomake kinechi ekguccho sei priyo
Rajanigandhay
Amar hoyacho tumi kono ek poth
Poth na cener more
Phire jabo bole ekla ghore
Ami ar kemon kore
Boye colecho tumi ogo priyo
Padma meghnar kole
Phutecho abar lal nil range
Baganer phule phule
Tumi haslei cup hoiye jai
Kanna kora sisu
Tomar cokhei dekhechi ami
Khoda bhagoban jusu
তোমাকে খুঁজেছি অলিতে গলিতে গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল এবং আঁখি আলমগীর। তোমাকে খুঁজেছি অলিতে গলিতে গানের লিরিক্স লিখেছেন সুদিপ কুমার দেব।