Ami Preme Porechi Lyrics (আমি প্রেমে পড়েছি) Rahul Dutta | Atiya Anisha

Ami Preme Porechi Lyrics (আমি প্রেমে পড়েছি) Rahul Dutta | Atiya Anisha
Ami Preme Porechi Lyrics

Ami Preme Porechi Lyrics from Prem Sweet Kiss Natok Sung by Rahul Dutta & Atiya Anisha Bangla song. This song has lyrics by Kheya Zerrin. The song 'Ami Preme Porechi' was published on Sultan Entertainment Youtube. I hope so I Would love to hear the song. If any of you need Bengali lyrics, Hindi lyrics, and English lyrics, you can easily get this website.

Ami Preme Porechi Song Information :

Song: Ami Preme Porechi - আমি প্রেমে পড়েছি
Lyrics: Kheya Zerrin
Music & Tune: Ahmmed HumayunU
Programming & Mix Master by Rupak Tiary (Kolkata)
Drama: Sweet Kiss
Cast: Jovan & Payel
Producer: Tanvir Mahmood Apu
Label: Sultan Entertainment

Ami Preme Porechi Lyrics in Bengali:

আজই প্রথম মনে হলো
মন উড়তে চাই হাওয়ায়,
আজই প্রথম মনে হলো
ভাসির পনে ধোয়া।

আরেকটা দিন চলে গেল
তাকে ভাবতে ভাবতে আর
আরেকটা রাত নেমে এল
তাকে বলা তো দরকার

তার খেয়ালে চোখের পাতায়
হাজার ছবি এঁকেছি
তকে বলতে গিয়েও হয় না বলা
আমি প্রেমে পড়েছি। (২ বার)

এখনতো আমি নিরবতায়
বৃষ্টির গান শুনি
তার চাদরে খুব আঁধারেও
হাজার ফানুশ গুনি

তার সাথে সব মুহুর্ত যেন 
লাগে স্বপ্নের মতো
তার ভাবনার রে শেষ চোখে
ছবি আঁকে শত শত

আরেকটা দিন চলে গেল
তাকে ভাবতে ভাবতে আর
আরেকটা রাত নেমে এল
তাকে বলা তো দরকার

তার খেয়ালে চোখের পাতায়
হাজার ছবি এঁকেছি
তকে বলতে গিয়েও হয় না বলা
আমি প্রেমে পড়েছি। (২ বার)

এখন তো মন ঘাসের চাদরে
উদাসীন রাত জাগে
তার ছায়াতে নিজেকেই দেখি
নেশা তোর সব লাগে

অগোছালো এই জীবনে হঠাৎ
হলো তার আগমন
তার হাসিতে নিখোর হৃদয়
হারায় সারাক্ষণ

আরেকটা দিন চলে গেল
তাকে ভাবতে ভাবতে আর
আরেকটা রাত নেমে এল
তাকে বলা তো দরকার

তার খেয়ালে চোখের পাতায়
হাজার ছবি এঁকেছি
তকে বলতে গিয়েও হয় না বলা
আমি প্রেমে পড়েছি।। (২ বার)

Ami Preme Porechi Lyrics in English:

Aje protom mone halo 
Mon urte cai haoyay
Aje protom mone halo
Bhasira pane dhoya

Arekta din cole gelo
Take bhabte bhabte ar
Arekta raat neme elo
Take bola to dorkar

Tar kheyale cokher patay
Hajar chobi ekechi
Take bolte giye hoy na bola
Ami preme porechi