এই মেঘলা দিনে একলা লিরিক্স
এই মেঘলা দিনে একলা লিরিক্স গানটি শুধুমাত্র জি বাংলা সিনেমার থেকে অনুপম
রায় গেয়েছেন। মূলত এই গানটি গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ‘‘শেষ
পর্যন্ত” বাংলা সিনেমার। অভিনয়ে: বিশ্বজিৎ চ্যাটার্জি, ছাবি বিশ্বাস ও কালী
ব্যানার্জি।
আজকের টপিকে স্বাগতম! ★
আমারলোড ব্লগে প্রযুক্তিগত আপডেটের
জন্য
Google News
অনুসরণ করুন।
এই মেঘলা দিনে একলা লিরিক্স (তথ্য)
গানের নামঃ এই মেঘলা দিনে একলা
গায়ক: অনুপম রায় এবং কোরাস (অমৃতা, শবনম এবং সুরিতা)
পুনঃনির্মিতঃ ময়ূখ ও মৈনাক
মূল গানের ক্রেডিট:
চলচ্চিত্রের নাম: শেষ পর্যন্ত
গায়কঃ হেমন্ত মুখোপাধ্যায়
সঙ্গীতঃ হেমন্ত মুখোপাধ্যায়
পরিচালকঃ সুধীর মুখোপাধ্যায়
এই মেঘলা দিনে একলা লিরিক্স - অনুপম রায়
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।।
যুঁথি বলে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।।
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন।
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।।