এই অবেলায় লিরিক্স শিরোনামহীন

এই অবেলায় লিরিক্স এই গানটি অত্যান্ত জনপ্রিয় একটি গান। ২০১৯ সালে এই গানটি প্রথম প্রকাশিত হয়ে থাকে। এই অবেলায় গানটি শিরোনামহীন ব্যান্ড দ্বারা নির্মিত হয়েছে। গানটি সুর করছেন কাজী শাফিন আহমেদ এবং কথা লিখেছেন জিয়াউর রহমান। অবেলায় লিরিক্স শিরোনামহীন এখন রিতিমতো ভাইরাল।
এই অবেলায় লিরিক্স
এই অবেলায় লিরিক্স শিরোনামহীন

আশা করি গানটি শুনতে ভালো লাগবে। আপনার যদি কারো বাংলা লিরিক্স, হিন্দি লিরিক্স এবং ইংরেজি লিরিক্স গানের প্রয়োজন হয়, আপনি সহজেই এই ওয়েবসাইটে পেতে পারেন।

আজকের টপিকে স্বাগতম! ★ আমারলোড ব্লগে প্রযুক্তিগত আপডেটের জন্য Google News অনুসরণ করুন।

এই অবেলায় গানের বিস্তারিত :

গানঃ এই অবেলায় তোমারি আকাশে।
ব্যান্ড: শিরোনামহীন 
কথা: জিয়াউর রহমান 
সুর: কাজী শাফিন আহমেদ

এই অবেলায় লিরিক্স - শিরোনামহীন

এই অবেলায়, তোমারি আকাশে,
নিরব আপোষে ভেসে যায়।
সেই ভীষন শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায়।
কেউ কোথাও ভালো নেই যেন সেই,
কতকাল আর হাতে হাত অবেলায়?
কতকাল আর ভুল অবসন্ন বিকেলে
ভেজা চোখ দেখাইনি তোমায়।
সেই কবেকার ভায়োলিন....,
বেজে যায় কতদিন
প্রানে চাপা ঢেউ, দেখেনি আর কেউ।

কখনো অভিমান, অবাধ্য পিছুটান
জানিনা কি কষ্টে এই অবেলায়।
তবুও নির্বাসন বাসর সাজিয়ে,
ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়।

ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন
একা একা শুধু অকারণেই ঝরে বৃষ্টি এমন।
আজও তাই, অবাক রঙে এঁকে যাই
সাদাকালো রঙ মাখা ফানুসের মুহুর্ত রাঙাই।
ভীষণ কালো মেঘ,
পুড়ে ছাই আবেগে আজও তাই,
অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই।

এই সন্ধ্যায়, দুচোখ সাগরে,
বুকের পাঁজরে ভেসে যায়।
অবাক জোছনায় লুকিয়ে রেখেছি
ভেজা চোখ দেখাইনি তোমায়।।

এই অবেলায় লিরিক্স শিরোনামহীন ভিডিও

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url